সবার চোখ কাড়ল ‘বেবি ডু ডাই ডু’ নামের সাহসী অ্যাকশন থ্রিলারের ফার্স্ট লুক। কালো চামড়ার পোশাকে, ছাতা হাতে, বৃষ্টিভেজা রাতের অন্ধকারে দাঁড়িয়ে হুমা কুরেশি—চোখে তীব্র ক্রোধ আর প্রাণনাশী অভিব্যক্তি। পাশে উড়ে যাচ্ছে একটি সাদা পায়রা। পোস্টারটিই বলে দিচ্ছে, এই চরিত্র যেন নায়ক নয়, এক মরণঘাতী নারী হান্টার।
এই সিনেমার মজার আরেকটি দিক হলো, ব্যাকড্রপে থাকা রেলস্টেশনের নাম—‘বাদলপুর’। অনেকেই ভাবছেন, ২০১৫ সালের ‘বদলপুর’ সিনেমার প্রতি এটি কোনো শ্রদ্ধানিবেদন, নাকি সেটার সঙ্গে কিছু যোগসূত্র রয়েছে? নাকি হঠাৎ করে ক্যামিও হিসেবে দেখা যাবে বরুণ ধাওয়ানকে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তি পর্যন্ত।
এই সিনেমা প্রযোজনা করছেন হুমা কুরেশি ও সাকিব সেলিম, তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘সেলিম সিবলিংস’-এর ব্যানারে। সিনেমায় আরও আছেন অভিনেতা সিকান্দার খের, যাঁর গলা শোনা গেছে টিজারে, যদিও পর্দায় তাঁর রূপ এখনো উন্মোচিত হয়নি।
গা ছমছমে টোন, আকর্ষণীয় নাম আর ধুন্ধুমার অ্যাকশনের ইঙ্গিতে ‘বেবি ডু ডাই ডু’ হয়ে উঠছে এক অনন্য নারীকেন্দ্রিক অ্যাকশন অভিজ্ঞতা। বলিউডে এক নতুন ধারা আনতে চলেছেন হুমা—যেখানে নারী শুধু প্রতিহত করে না, বরং নিজেই হান্ট করে।
এসএন