র‌্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে মুস্তাফিজ, পেছালেন জাকের-লিটন-তানজিদরা

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সে ১৭ ধাপ এগিয়ে ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফেরেন বাঁহাতি এই পেসার। তবে শেষ টি-টোয়েন্টিতে না খেলায় আবারও সেরা দশের বাইরে চলে গেছেন তিনি। তিন ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছেন মুস্তাফিজ।

স্পিনার শেখ মেহেদী এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন। একই চিত্র তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবেরও। বাংলাদেশের দুজন পেসারই এক ধাপ করে পিছিয়ে গেছেন। যেখানে তাসকিন ২৮ এবং তানজিম আছেন ৩৮ নম্বরে। তবে শেষ ম্যাচে না খেললেও আগের মতই ২০ নম্বরেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাটারদের মধ্যে বেশ কয়েকজনের অবনতি হয়েছে।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন তাওহীদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সে ১৮ ধাপ এগিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে শেষ টি-টোয়েন্টিতে জ্বলে উঠতে না পারায় ৫ ধাপ পিছিয়ে গেছেন বাঁহাতি এই ওপেনার। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে আছেন।



পাকিস্তান সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লিটন দাস। বাংলাদেশের অধিনায়ক আরেক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৬ নম্বরে। বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রাখায় সিরিজসেরা হয়েছেন জাকের আলী অনিক। তবে শেষ টি-টোয়েন্টিতে ভালো করতে না পারায় ৬ ধাপ পিছিয়ে গেছেন। ৪৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ৫৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। অবনতি হয়েছে পারভেজ হোসেন ইমনেরও। তিন ধাপ পেছানো বাঁহাতি ওপেনার ৬৬ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন ট্রাভিস হেড। ক্যারিবীয় সফরে না থাকায় আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটার। এক ধাপ পিছিয়ে দুই নম্বরে নেমে গেছেন তিনি। সেই সুযোগ শীর্ষে উঠে গেছেন অভিষেক শর্মা। ভারতের তরুণ ওপেনার ব্যাটার হেডের চেয়ে এগিয়ে আছেন ১৫ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন তিনি।

টেস্টে আগের মতোই শীর্ষে আছেন জো রুট। ছন্দে ফেরায় সেরা দশে জায়গা করে নিয়েছেন বেন ডাকেট। ৫ ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। কামিন্দু মেন্ডিস, টেম্বা বাভুমা ও ঋষভ পান্তের উন্নতি হলেও অবনতি হয়েছে ইয়াশভি জয়সাওয়াল। ম্যানচেস্টারের দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন ভারতের এই ওপেনার। তিন ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন বেন স্টোকস।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করল জান্তা Jul 31, 2025
img
পাইরেসি ঠেকাতে অভিনব কৌশল আমির খানের! Jul 31, 2025
img
নারীপ্রধান সিনেমা আগ্রহী ‘অ্যানিমেল’ পরিচালক, থাকতে পারে সাই পল্লবী! Jul 31, 2025
img
তারেক রহমান-বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি Jul 31, 2025
img
আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই : পাপিয়া Jul 31, 2025
img
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মসিহ মালিক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা Jul 31, 2025
img
জুতার মালা পরানোর ভয় দেখিয়ে ৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ Jul 31, 2025
img
কিয়ারার জন্মদিনে মুক্তি পেল 'ওয়ার টু'-এর প্রথম গান Jul 31, 2025
img
ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট Jul 31, 2025
মা ফাতমার কষ্টের জীবন কাহিনি Jul 31, 2025
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় রাজকুমার রাও Jul 31, 2025
ইউপি চেয়ারম্যানের সম্পদে হিমশিম দুদক, জেল থেকে এনে জিজ্ঞাসাবাদ Jul 31, 2025
img
স্বপ্নের মতো দৃশ্যায়নে মন ছুঁলো ‘ওয়ার ২’-এর প্রথম গান Jul 31, 2025
img
কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতা দেবো না, এটি প্রথম থেকেই স্পষ্ট ছিল: নাহিদ ইসলাম Jul 31, 2025
img
বার্সার সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ালেন ফরাসি ডিফেন্ডার Jul 31, 2025
img
৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টির আভাস Jul 31, 2025
img
সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ Jul 31, 2025
img
আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি, রিপন মিয়া প্রসঙ্গে তিশা Jul 31, 2025
img
সম্পত্তি নিয়ে বিবাদ, ছেলে-মেয়েকে নিয়ে দিল্লিতে কারিশমা Jul 31, 2025
img
জুলাই অভ্যুত্থান শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনে হয় নাই: নাহিদ ইসলাম Jul 31, 2025