আইসিসি নিষেধাজ্ঞা শেষে জিম্বাবুয়ে টেস্ট দলে ফিরতে যাচ্ছেন টেলর

প্রথমে কোচিংয়ে ইচ্ছে প্রকাশ করলেও পরবর্তীতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে নিজের আগ্রহের কথা জানান ব্রেন্ডন টেলর। আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছর নিষিদ্ধ হওয়া ডানহাতি উইকেটকিপারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৫ জুলাই। শাস্তি শেষ হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে জিম্বাবুয়ে দলে ফিরতে যাচ্ছেন টেলর।

২০১৯ সালের অক্টোবরে স্পন্সরশিপ ও জিম্বাবুয়েতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করতে আলোচনা করার জন্য টেলরকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন এক ব্যবসায়ী। সেই ডাকে সাড়া দিয়ে ভারতে গিয়েছিলেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। ভারতে যাওয়ার পর ওই ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার মার্কিন ডলার, একটি স্যামসাং এস-১০ মডেলের ফোন ও নতুন কাপড়চোপড় নিয়েছিলেন তিনি।

পাশাপাশি দুর্নীতির প্রস্তাবও পেয়েছিলেন টেলর। তবে সেই প্রস্তাবের কথা আইসিসিকে জানাতে দেরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ২০২১ সালে অবসর নেয়ার চার মাস পর সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় কোকেন নেয়ায় টেস্টে পজিটিভ হয়ে ৬ মাস নিষিদ্ধ হয়েছিলেন। যদিও সেই নিষেধাজ্ঞা সাড়ে তিন বছরের মধ্যেই ছিল।



আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার নিষিদ্ধ হলে স্বীকৃত ক্রিকেট খেলতে পারেন না বা ঘরোয়া কিংবা আন্তর্জাতিক দলের সঙ্গে অনুশীলন করতে পারেন না। এজন্য হারারের একটি স্কুলের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করেছেন। চলতি মাসের ২৫ জুলাই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ক্রিকেটে ফিরতে বাধা থাকছে না তাঁর। ক্রেইগ আরভিন নিশ্চিত করেছেন, দ্বিতীয় টেস্টের জন্য অ্যাভেইলএবল আছেন টেলর।

এ প্রসঙ্গে জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় টেস্টের জন্য সে অবশ্যই অ্যাভেইলএবল আছে। কিন্তু আমি জানি নিজের চেষ্টায় সে কতটা কঠোর পরিশ্রম করেছে। বিশেষ করে সবশেষ ৮, ১০ কিংবা ১২ মাসে তারপরই এটা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে ফিরে পেতে আমি রোমাঞ্চিত হয়ে আছি এবং অপেক্ষায় আছি সে দলের জন্য কতটা অবদান রাখতে পারে।’

টেস্ট ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই চার নম্বরে ব্যাটিং করেছেন টেলর। জিম্বাবুয়ের হয়ে ৩৪ টেস্ট খেলা ডানহাতি উইকেটকিপার ব্যাটার ফিরলে ব্যাটিং অর্ডারে একটা পরিবর্তন আসতে পারে।

উইকেটকিপার ব্যাটার তাফাদজাওয়া সিগা পাঁচে নেমে যেতে পারেন। যার ফলে শন উইলিয়ামসকে ব্যাটিং করতে হতে পারে ছয় নম্বরে। এটা করলে অবশ্য জিম্বাবুয়ের ব্যাটিং ইউনিটের গভীরতা বাড়বে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মায়ামিতে ডি পলকে পেয়ে উচ্ছ্বসিত মেসি Jul 31, 2025
img
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করল জান্তা Jul 31, 2025
img
পাইরেসি ঠেকাতে অভিনব কৌশল আমির খানের! Jul 31, 2025
img
নারীপ্রধান সিনেমা আগ্রহী ‘অ্যানিমেল’ পরিচালক, থাকতে পারে সাই পল্লবী! Jul 31, 2025
img
তারেক রহমান-বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি Jul 31, 2025
img
আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই : পাপিয়া Jul 31, 2025
img
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মসিহ মালিক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা Jul 31, 2025
img
জুতার মালা পরানোর ভয় দেখিয়ে ৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ Jul 31, 2025
img
কিয়ারার জন্মদিনে মুক্তি পেল 'ওয়ার টু'-এর প্রথম গান Jul 31, 2025
img
ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট Jul 31, 2025
মা ফাতমার কষ্টের জীবন কাহিনি Jul 31, 2025
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় রাজকুমার রাও Jul 31, 2025
ইউপি চেয়ারম্যানের সম্পদে হিমশিম দুদক, জেল থেকে এনে জিজ্ঞাসাবাদ Jul 31, 2025
img
স্বপ্নের মতো দৃশ্যায়নে মন ছুঁলো ‘ওয়ার ২’-এর প্রথম গান Jul 31, 2025
img
কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতা দেবো না, এটি প্রথম থেকেই স্পষ্ট ছিল: নাহিদ ইসলাম Jul 31, 2025
img
বার্সার সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ালেন ফরাসি ডিফেন্ডার Jul 31, 2025
img
৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টির আভাস Jul 31, 2025
img
সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ Jul 31, 2025
img
আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি, রিপন মিয়া প্রসঙ্গে তিশা Jul 31, 2025
img
সম্পত্তি নিয়ে বিবাদ, ছেলে-মেয়েকে নিয়ে দিল্লিতে কারিশমা Jul 31, 2025