বৃহস্পতিবার (৩১ জুলাই) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস লিগের সেমি-ফাইনালে পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।তবে পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। তার আগে স্পন্সর কোম্পানি ইজমাইট্রিপ জানিয়েছে, ভারত-পাকিস্তানের ম্যাচে তারা কোনো ভূমিকা রাখবে না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চ্যাম্পিয়নসরা পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস-এর সেমি-ফাইনালে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারত।
ভারত চ্যাম্পিয়নস দলের হয়ে খেলছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, পীযূষ চাওলার মতো খেলোয়াড়রা। মঙ্গলবার (২৯ জুলাই) গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে মাত্র ১৩.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নসকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে ভারত চ্যাম্পিয়নস।
ক’দিন আগে এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এসিসি। সেই সূচি অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। এবং পরের রাউন্ডে উঠলে ২১ সেপ্টেম্বর আবারও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৮ সেপ্টেম্বর ফাইনালেও মুখোমুখি হওয়ার সুযোগ আছে এই দুই দলের।
চলতি বছরের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। এই হামলার পর দুই দেশের কুটনৈতিক সম্পর্ক আরও নষ্ট হতে থাকে। এসব ঝামেলার মধ্যে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা পেছনে ফেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ।
এর আগে ভারতের খেলোয়াড় এবং স্পন্সর কোম্পানির আপত্তির পর গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়। এরপর সুরেশ রায়না, শিখর ধাওয়ান সহ দলের অন্যান্য ক্রিকেটাররা স্পষ্ট করে বলেছিলেন, তারা ওই ম্যাচে অংশগ্রহণ করবেন না।
এর আগে বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে স্পন্সর কোম্পানি ইজমাইট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি জানিয়েছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস লিগে অসাধারণ পারফরম্যান্স করায় ভারত দলকে সাধুবাদ জানাই, তোমরা জাতিকে গর্বিত করেছ। তবে, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমি-ফাইনাল শুধু আরেকটি খেলা নয়; ক্রিকেট আর সন্ত্রাস একসাথে চলতে পারে না। আমরা ভারতের পাশে আছি। যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে, এমন কোনো দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে এমন কোনো কাজকে আমরা সমর্থন করতে পারি না।
ভারতের জনগণ যা বলছে, আমরা তাদের কথা শুনছি।’
‘ভারত বনাম পাকিস্তানের ম্যাচের মাথে ইজমাইট্রিপ যুক্ত থাকবে না। কিছু জিনিস খেলার চেয়েও বড়। সবার আগে দেশপ্রেম, পরে ব্যবসা’- যোগ করেন পিট্টি।
এমআর/টিএ