ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে গভীর বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
তিনি বলেন, ‘এই সম্পর্ক আরও দৃঢ় হতে পারে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে।’
বুধবার (৩০ জুলাই) বিকেলে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভৌগোলিক দিক থেকে হিলি একটি গুরুত্বপূর্ণ এলাকা। উভয় দেশের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারেন।’
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের হিলি এক্সপোর্টস ও ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও ভারতের হিলি এক্সপোর্টস ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মণ্ডল।
বৈঠকে বক্তারা ভারত অংশে রাস্তা সম্প্রসারণ, কোয়ারেন্টাইন অফিস স্থাপন, পণ্য আমদানি-রফতানির সময় বাড়ানোসহ বন্দরের ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব দ্রুত সমাধানে সহকারী হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।
সভায় দুই দেশের আমদানি-রফতানিকারক, সিএন্ডএফ ব্যবসায়ী, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তা এবং থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/টিএ