অনেকেই তার পরে ক্যারিয়ার শুরু করে বুটজোড়া তুলে রেখেছেন। তবে ক্রিস্টিয়ানো রোনালদো যেন থামার কথা ভুলেই গেছেন। তা না হলে ৪০ বছর বয়সেও মাঠে দৌড়ানোর শক্তি পান কোথা থেকে।
মাঠে শুধু দৌড়ান না, দলের জয়ে অবদানও রাখেন রোনালদো।
এই যেমন নতুন মৌসুম শুরুর আগে গ্রীষ্মকালীন প্রাক্-মৌসুমের ম্যাচে জয় এনে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে।
শুরুতে পিছিয়ে গেলেও রোনালদো আর মোহাম্মেদ মারানের গোলে জয় পায় আল নাসর। ২৫ মিনিটে তুলুজকে এগিয়ে দেন ইয়ান গোবে।
৩৩ মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। আর ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে সৌদি ক্লাবের জয়সূচক গোল করেন মারান।
ম্যাচ শেষে প্রতিপক্ষদের একটা হুংকারও যেন দিয়ে রাখলেন রোনালদো। সঙ্গে নিজের শক্তির উৎসও জানিয়েছেন তিনি।
ক্লাবের সঙ্গে নতুন করে আরো ২ বছরের চুক্তি করা পর্তুগিজ অধিনায়ক লিখেছেন, ‘ক্ষুধা এখনো মেটেনি। এখনো কাজ বাকি। আমরা সবে শুরু করেছি।’
এ ম্যাচ দিয়েই আল নাসরের হয়ে অভিষেক হয়েছে জোয়া ফেলিক্সের। ২ বছরের চুক্তিতে চেলসি থেকে আল নাসরে যোগ দিয়েছেন রোনালদোর জাতীয় দলের সতীর্থ।
এমকে/টিএ