চলতি মাসের শুরুতে একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটাতে কানাডায় গেছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। আজ তার জন্মদিন। তবে এবারের দিনটি কাটছে প্রিয়জনদের ছেড়ে, দূর প্রবাসে। দেশের মাটি, পরিচিত মুখ আর কাছের মানুষদের ভীষণ মিস করছেন তিনি।
কানাডা থেকে গনমাধ্যমের সাথে আলাপকালে ববিতা বলেন, ‘অনিকের আজ অফিস আছে। সারা দিন ব্যস্ত থাকবে। এখানকার জীবন ঢাকার মতো নয়—ইচ্ছেমতো বেরিয়ে পড়া যায় না। তবে সন্ধ্যায় অনিক ফিরলে কোথাও ঘুরতে যাব, কিছু ছবি তুলব, স্মৃতিময় একটা মুহূর্ত তৈরি করব। এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন।’
দেশের মানুষকে মিস করছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘যদি দেশেই থাকতে পারতাম, সবাইকে নিয়ে জন্মদিনটা উদযাপন করা যেত। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার মঙ্গল কামনা করি।’
১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় দিয়ে শুরু ববিতার যাত্রা। এরপর উর্দু সিনেমা ‘জ্বলতে সুরুজ কি নিচে’তে অভিনয়ের মধ্য দিয়ে ফরিদা আক্তার পপি হয়ে ওঠেন চলচ্চিত্রের ‘ববিতা’। নায়িকা হিসেবে প্রথম ছবি ‘শেষ পর্যন্ত’ মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট—যেদিন তিনি হারান তার মাকে।
ববিতার ক্যারিয়ারের গৌরবময় অধ্যায় সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই সিনেমাটি পেয়েছে বার্লিনের ‘গোল্ডেন বিয়ার’, শিকাগোর ‘গোল্ডেন হিউগো’সহ বহু আন্তর্জাতিক সম্মাননা।
এফপি/টিএ