শঙ্কাটাই সত্যি হলো। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলছে না ভারত। ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে তারা। প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় ফাইনালে উঠেছে পাকিস্তান।
ভারতের খেলতে না চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। ওয়েবসাইটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল বার্মিংহামের ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে চাননি যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, পিযুষ চাওলা, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পারা।
এতে করে না খেলেই ফাইনালে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদিরা। শ্রেষ্ঠত্বের মঞ্চে পাকিস্তানের প্রতিপক্ষ কে হবে তা আগামীকালই জানা যাবে।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে তারাই আগামী ২ আগস্ট পাকিস্তানের মুখোমুখি হবে।
দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণেই গত ২০ জুলাই গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত। গত এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে কদিন যুদ্ধ হলেও বর্তমানে যুদ্ধ বিরতিতে আছে দুই দেশ।
এমআর/টিএ