ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার জন্য রাশিয়াকে দেয়া সময়সীমা কমিয়ে আনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রাজি না হলে মস্কোকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। আর ট্রাস্পের এই বিবৃতির বিষয়ে ‘নোট নেয়া’ হয়েছে বলে মঙ্গলবার (২৯ ইউক্রেনে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে সোমবার (২৮ জুলাই) রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের একটি নতুন সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। মস্কো তা না করলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার এক সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্পের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে, সংক্ষিপ্ত মন্তব্য করে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের নোট নিয়েছি। বিশেষ সামরিক অভিযান (ইউক্রেনে) অব্যাহত আছে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের চারপাশের সংঘাত নিরসন এবং আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরা একটি শান্তি প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
গত ১৪ জুলাই ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ৫০ দিনের মধ্যে রাশিয়া এবং দেশটির পণ্য আমদানিকারকদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যে সময়সীমা সেপ্টেম্বরের শুরুতে শেষ হয়ে যেত।
কিন্তু সোমবার ব্রিটেন সফরের সময়, তিনি সেই সময়সীমা কমিয়ে দেন এবং বলেন, ‘অপেক্ষা করার কোনো কারণ নেই... আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।’
এফপি/টিএ