দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি।

গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো। সেখান থেকে নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে।

তিনি আরও বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। আমরা দেখেছি ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। সাধারণ জনগণকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি।

আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই ভুলি নাই। আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি। আমরা সংগঠিত হয়ে অপনাদের দাবি আদায় করে ছাড়বো। নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে।

এনসিপির এই নেতা বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারবো। নরসিংদী, নারায়গঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই ঢাকা ভরে যাবে।

নরসিংদীর উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, এখানে ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের বিতাড়িত করেব।

পথসভার আগে বিকেল সৌয়া ৫টার দিকে নরসিংদীর জেলাখানা মোড় থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রটি জেলাখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই সময় শহীদ প্রতিটি পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তারা।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন মিতু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমআর/টিএ   

Share this news on:

সর্বশেষ

img
দুদকও সমাজের অংশ, এখানেও দুর্নীতি আছে: দুদক চেয়ারম্যান Jul 31, 2025
img
নির্বাচন নিয়ে ড. ইউনূসের দেওয়া সময়সীমার একদিনও দেরি হবে না: প্রেস সচিব Jul 31, 2025
img
নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক Jul 31, 2025
img
কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর Jul 31, 2025
img
'আমি তাকে বিশ্বাস করতাম কিন্তু সেই বিশ্বাসটাই সে সবচেয়ে নির্মমভাবে ভেঙে দিল' Jul 31, 2025
img
অভিনেত্রীকে খোলামেলা পরামর্শ মায়ের, প্যারেন্টিং নিয়ে বিতর্ক Jul 31, 2025
img
ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে ঘোষণার পর কানাডাকে ট্রাম্পের কড়া বার্তা Jul 31, 2025
img
নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন : আইন উপদেষ্টা Jul 31, 2025
জুলাইয়ের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত মির্জা ফখরুল! Jul 31, 2025
ঐকমত্য কমিশনে যে মতামত দিলো গণ অধিকার পরিষদ Jul 31, 2025
img
অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করল মিয়ানমার জান্তা Jul 31, 2025
ড. ইউনূস সরকারের হাতে সময় আর কত বাকি? Jul 31, 2025
‘সরকারকে সিন্দাবাদের ভূত মনে হয়, কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কীভাবে?’ Jul 31, 2025
‘সেরা অভিনেত্রী’র তকমা পেয়ে যা বললেন কঙ্গনা Jul 31, 2025
অবসর নিয়েও মাঠ ছাড়েননি রিয়াদ, ভালোবেসে এখনো ক্রিকেটটা খেলতে চান Jul 31, 2025
img
‘ক্ষুধা এখনো মেটেনি’ , গোলের পর রোনালদো Jul 31, 2025
img
এখন পর্যন্ত আমি কোনো জায়গায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিইনি : সাদিক কায়েম Jul 31, 2025
img
ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচনের ঘোষণা, থাকছে না জরুরি অবস্থা Jul 31, 2025
img
'শিবির কোনদিনই ঢাবি ক‍্যাম্পাসে ছাত্রদের নেতা হতে পারবে না' Jul 31, 2025
img
গুরুতর অভিযোগ নিয়ে মুখ খুললেন বিজয় সেতুপতি Jul 31, 2025