পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ের বিভিন্ন পাড়ার বাসিন্দাদের মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৩০ জুলাই) সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে এসব মানবিক সহায়তা দেয়া হয়।
সেনাবাহিনী জানায়, বান্দরবানে বসবাসরত দরিদ্র অসহায় দুস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসূচির আওতায় মানবিক সহায়তা হিসেবে সেলাই মেশিন ঘর তৈরির টিন ক্রীড়া সামগ্রী শিক্ষা সহায়ক সামগ্রী নিরাপদ পানি পানের জন্য মেশিনসহ মাদ্রাসার জন্য চেয়ার টেবিল বিতরন করা হয়।
এসময় দুর্গম এলাকার শতাধিক মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনা রিজিয়নের জিথ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলী।
অনুষ্ঠানে মেজর পারভেজ রহমান বলেন, ‘বান্দরবানে বসবাসরত আমাদের সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। বান্দরবানের শান্তি সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। বাংলাদেশ সেনাবাহিনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।’
এমআর/টিএ