দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ জুলাইয়ের গণ-অভ্যুত্থান : সারজিস

জুলাইয়ের গণ-অভ্যুত্থান হলো মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর সমাজের প্রতি দায়বোধের সম্মিলিত বহিঃপ্রকাশ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ছিল ছাত্রসমাজের অন্তর্গত চেতনার বিস্ফোরণ। কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো আকস্মিক ঘটনা ছিল না।

এটা ছিল মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর সমাজের প্রতি দায়বোধের সম্মিলিত বহিঃপ্রকাশ। আন্দোলনের প্রতিটি মুহূর্তে কেবল ছাত্র-ছাত্রীরা নয়, সাধারণ জনগণও নতুন এক চেতনায় জেগে উঠেছিল।’

তিনি বলেন, ‘তখন মনে হয়েছিল ছাত্ররা যদি নেতৃত্ব না নেয়, তাহলে জাতি আরও পিছিয়ে পড়বে। কোটা আন্দোলনের সময় আমরা যেমন রাজপথে ছিলাম, তেমনই বিশ্লেষণেও ছিলাম।

প্রতিটি দিন, প্রতিটি সরকারি পদক্ষেপ বিশ্লেষণ করে বুঝে নিয়েছিলাম যে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো কেমন করে বৈষম্যমূলক হতে পারে। তখন ভাবলাম যদি আমরা চুপ থাকি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আমাদের কোনো জবাব থাকবে না।’

তিনি আরো বলেন, ‘এই দায়বোধ থেকেই আমরা নামি। কারণ, আমাদের কারো তো কোনো রাজনৈতিক পরিচয় ছিল না।

আমরা তো ক্যারিয়ার কিংবা সুবিধা পাওয়ার জন্য নামিনি। বরং আমরা জানতাম, নামলে হয়তো গ্রেফতার হব, হয়তো নিখোঁজ হব, হয়তো পরিবার ভেঙে যাবে। তবু মনে হয়েছিল এই দেশটা তো আমাদেরও, এ দেশের ন্যায্যতার প্রশ্নে যদি ছাত্রসমাজ না দাঁড়ায়, তাহলে আর কে দাঁড়াবে?’

সারজিস বলেন, ‘আমরা নেতৃত্ব নয়, আন্দোলন গড়ে তুলতে চেয়েছি। এই আন্দোলনের মূল ভাবনা ছিল একক কোনো নেতা বা ব্যক্তির ওপর নির্ভর না করে সমন্বিত ও গণতান্ত্রিকভাবে একটি শক্তিশালী ছাত্র আন্দোলনের ভিত্তি গড়ে তোলা।’

তরুণ এই নেতা বিশ্বাস করেন যে প্রকৃত পরিবর্তন আসে সংগঠিত জনতার ঐক্য থেকে, যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করে, তখন ব্যক্তিবাচক ‘নায়ক’ বাদে সমষ্টিগত শক্তি সামনে আসে।

উল্লেখ্য, বাংলাদেশ ২০২৪ সালের জুলাই মাসে এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের সাক্ষী হয়, যা শেষ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনে গড়ায়। এই ঐতিহাসিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন কয়েকজন সাহসী ও দূরদর্শী তরুণ নেতা। তাদেরই একজন সারজিস আলম।

পঞ্চগড়ের আটোয়ারী থেকে উঠে আসা এই তরুণ প্রথমে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে, পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অমর একুশে হল থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু প্রতিষ্ঠিত রাজনীতির প্রতি হতাশ হয়ে তিনি ২০২২ সালে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।

২০২৪ সালে তিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সংগঠক হিসেবে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় হন, যা দ্রুত রূপ নেয় সারাদেশব্যাপী এক গণআন্দোলনে।

আন্দোলনের মধ্যমুহূর্তে গ্রেফতার, নির্যাতন এবং রাজপথের সংঘর্ষেও তিনি পিছু হটেননি। শেখ হাসিনার পদত্যাগের পরও সারজিস স্পষ্টভাবে বলেন, ‘আমাদের লক্ষ্য পূর্ণ হয়নি, আমরা ফ্যাসিবাদের স্থায়ী অবসান চাই।’ এই বক্তব্যেই তার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের গভীরতা স্পষ্ট হয়।

আন্দোলনের পর তিনি ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ‘জাতীয় নাগরিক কমিটি’র প্রধান সংগঠক হিসেবে যুক্ত হন। সর্বশেষ ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠকের দায়িত্ব পান তিনি। রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পথে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে গড়ে ওঠা নতুন এই ধারার রাজনীতিতে সারজিস আলম আজ এক গুরুত্বপূর্ণ নাম।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের রাস্তায় লাল ফ্রকে নজরকাড়ছে দিঘী Jul 31, 2025
img
ব্যাংক থেকে কর্মচারীর নামে ১৫ কোটি টাকা আত্মসাৎ Jul 31, 2025
img
সারাদেশে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, শনাক্ত ২৭৮ Jul 31, 2025
img
দুদকও সমাজের অংশ, এখানেও দুর্নীতি আছে: দুদক চেয়ারম্যান Jul 31, 2025
img
নির্বাচন নিয়ে ড. ইউনূসের দেওয়া সময়সীমার একদিনও দেরি হবে না: প্রেস সচিব Jul 31, 2025
img
নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক Jul 31, 2025
img
কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর Jul 31, 2025
img
'আমি তাকে বিশ্বাস করতাম কিন্তু সেই বিশ্বাসটাই সে সবচেয়ে নির্মমভাবে ভেঙে দিল' Jul 31, 2025
img
অভিনেত্রীকে খোলামেলা পরামর্শ মায়ের, প্যারেন্টিং নিয়ে বিতর্ক Jul 31, 2025
img
ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে ঘোষণার পর কানাডাকে ট্রাম্পের কড়া বার্তা Jul 31, 2025
img
নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন : আইন উপদেষ্টা Jul 31, 2025
জুলাইয়ের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত মির্জা ফখরুল! Jul 31, 2025
ঐকমত্য কমিশনে যে মতামত দিলো গণ অধিকার পরিষদ Jul 31, 2025
img
অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করল মিয়ানমার জান্তা Jul 31, 2025
ড. ইউনূস সরকারের হাতে সময় আর কত বাকি? Jul 31, 2025
‘সরকারকে সিন্দাবাদের ভূত মনে হয়, কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কীভাবে?’ Jul 31, 2025
‘সেরা অভিনেত্রী’র তকমা পেয়ে যা বললেন কঙ্গনা Jul 31, 2025
অবসর নিয়েও মাঠ ছাড়েননি রিয়াদ, ভালোবেসে এখনো ক্রিকেটটা খেলতে চান Jul 31, 2025
img
‘ক্ষুধা এখনো মেটেনি’ , গোলের পর রোনালদো Jul 31, 2025
img
এখন পর্যন্ত আমি কোনো জায়গায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিইনি : সাদিক কায়েম Jul 31, 2025