হৃদরোগে আক্রান্ত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে দলটির একাধিক সূত্র।
বুধবার (৩০ জুলাই) রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সময় সংবাদকে জানান, জামায়াত আমিরের হার্টে কয়েকটি ব্লক ধরা পরেছে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
দলীয় সূত্রে জানা য়ায়, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে হাসপাতাল ত্যাগ করলেও ফলোআপে থাকেন।
ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করানো হয়। চিকিৎসকরা তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানান।
এমকে/টিএ