ক্লাস ফেলে সমাবেশে শিক্ষার্থীরা, প্রতিবাদের মুখে এনসিপি নেতার দুঃখপ্রকাশ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই সমাবেশে’ ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। তবে এ ঘটনায় এক এনসিপি নেতা দুঃখপ্রকাশ করেছেন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় ‘শিক্ষাঙ্গনে রাজনীতি চলবে না, চলবে না’ বলে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ প্রমুখ।

দশম শ্রেণীর শিক্ষার্থী সাইফুল বারী জানান, এনসিপির নেতারা মঙ্গলবার সকালে বিন্দুবাসিনী সরকারি বিদ্যালয়ে ক্লাস রুমে প্রবেশ করেন। এ সময় তারা শিক্ষকদের অনুমতি ছাড়াই জোরপূর্বক শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে নিয়ে যান। একপর্যায়ে এনসিপির নেতাদের সঙ্গে শিক্ষকদের কথা কাটাকাটি হয়। পরে বাধ্য হয়েই স্কুল ছুটি দেওয়া হয়। আমরা এর প্রতিবাদ জানাই।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় বলে আগে আমাদের জানা ছিল না। যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছে, আমরা তাদের শাস্তির দাবি করছি। জড়িতদের জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, এনপিপির মিটিং উপলক্ষে ক্লাস চলাকালীন সময়ে নেতারা এসেছিলেন। তখন তারা আমাদের বলেছিল, যারা স্বেচ্ছায় যেতে চায় আমরা যেন যেতে দিই। তবে আমরা স্কুল ছুটি দিইনি। শিফট শেষে ছাত্ররা চলে যায়।

এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক ও মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী গণমাধ্যমকে বলেন, জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে বিন্দুবাসিনীর শিক্ষার্থীদের উপস্থিত হওয়া দলীয় কোনো নির্দেশনা না। বিচ্ছিন্নভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছে। এনসিপির পক্ষ থেকে আমরা এই অনভিপ্রেত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সবাই সচেষ্ট থাকব।

উল্লেখ্য, মঙ্গলবার টাঙ্গাইল শহরের শামছুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে পথ সমাবেশে মিলিত হয়।

এখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম-আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিনসহ নেতারা উপস্থিত ছিলেন।

ইউটি/টিএ




Share this news on:

সর্বশেষ

img
বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান জিলানীর Aug 03, 2025
img
পিরিয়ড ড্রামা নিয়ে ফিরছে বিজয়-রাশমিকা জুটি! Aug 03, 2025
img
‘হাই নান্না’র পর আবারও রোমান্টিক গল্পে ফিরছেন অভিনেতা নানি! Aug 03, 2025
img
জনপ্রিয় গায়ক কিং এবার অভিনেতা! Aug 03, 2025
img
বাণী কাপুরের অভিনয় জীবনে নতুন অধ্যায় ‘মণ্ডল মার্ডার্স’! Aug 03, 2025
img
সাহসী ক্যাপশনে রেখাকে শ্রদ্ধা জানালেন প্রিয়াঙ্কা! Aug 03, 2025
img
কিশোর কুমার বায়োপিক ছেড়ে রণবীর এখন রামের ভূমিকায়! Aug 03, 2025
img
ফের একসঙ্গে প্রভাস-শ্রুতি, আসছে ‘সালার ২’ Aug 03, 2025
img
প্রজন্মজুড়ে সংগ্রামের গল্প নিয়ে ফিরছেন সিদ্ধান্ত চতুর্বেদী! Aug 03, 2025
img
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : উপদেষ্টা শারমীন মুরশিদ Aug 03, 2025
img
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: উপদেষ্টা সাখাওয়াত Aug 03, 2025
img
আলিয়া ভাটের ‘জিগরা’ ডুবিয়ে দিল পরিচালক ভাসান বালাকে! Aug 03, 2025
img
লাইভ শো- এর জন্য অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক ২ কোটি টাকা! Aug 03, 2025
নারী রাজনীতিকদের নিয়ে ‘নোংরামির’ অভিযোগ তুলে রাজনীতি ছাড়লেন ফাতেমা খানম Aug 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 03, 2025
img
বেনাপোল চেকপোস্টে চুরির ৪৮ ঘণ্টার মধ্যে চোর গ্রেপ্তার Aug 03, 2025
নিজের নিরাপত্তা চান এনসিপির এই নেত্রী Aug 03, 2025
'মন্ত্রিপাড়া নির্ভর বাগছাস' - শীর্ষ নেতাদের পদত্যাগে উত্তাল ছাত্র রাজনীতি! Aug 03, 2025
img
১২ দিন পর রোববার খুলছে মাইলস্টোন কলেজ Aug 03, 2025
img
নাইম, আফিফ ও সোহানের ব্যাটে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল Aug 03, 2025