নাইম, আফিফ ও সোহানের ব্যাটে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল

নাইম শেখের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের হাফ সেঞ্চুরিতে ১৬৮ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ জেতাতে বাকি কাজ সেরেছেন তিন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি, সাইফ হাসান ও রাকিবুল হাসান। তারা তিনজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। মাহফিজুল ইসলাম রবিনের ৪১ রানের ইনিংসের পরও ব্যাটারদের ব্যর্থতায় ১৩৩ রানে থামে বাংলাদেশ হাই পারফরম্যান্স। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৯ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশ হাই পারফরম্যান্সের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন হাবিবুর রহমান সোহান। পাওয়ার প্লে শেষের আগে আইচ মোল্লার উইকেটও হারায় তারা। ২২ রানে ২ উইকেট হারানোর পর এইচপিকে টেনে তোলার চেষ্টা করেন মাহফিজুল ইসলাম রবিন ও আশিকুর রহমান শিবলি। তারা দুজনে মিলে ৪৪ রানের জুটি গড়ে তোলেন।

২৪ বলে ২১ রান করা আশিকুরকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল হাসান। একটু পর আউট হয়েছেন মাহফিজুলও। হাফ সেঞ্চুরির সুযোগ থাকলেও ৩৪ বলে ৪১ রান করে ফেরেন ডানহাতি এই ওপেনার। সোহান ও আইচের পর আরেক টপ অর্ডার ব্যাটার মাহফিজুলের উইকেটও নিয়েছেন স্পিনার রাব্বি। পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন ১৯ ও শরিফের ১২ রানে কেবল হারের ব্যবধান কমেছে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাব্বি তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন রাকিবুল ও সাইফ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফেরেন সাইফ হাসান। ডানহাতি ওপেনারের বিদায়ের পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন নাইম ও মাহিদুল ইসলাম। পাওয়ার প্লেতে বেশিরভাগ রানই এসেছে নাইমের ব্যাট থেকে। পাওয়ার প্লে শেষের আগেই তাদের দুজনের জুটি ভাঙেন আহমেদ শরিফ।

ডানহাতি পেসারের বলে আইচ মোল্লার হাতে ক্যাচ দিয়েছেন ৮ বলে ৪ রান করা অঙ্কন। একটু পর আউট হয়েছেন নাইমও। হাফ সেঞ্চুরির পথে থাকলেও সমান তিনটি করে চার ও ছক্কায় ৩২ বলে ৪৭ রানের ইনিংস খেলা ওপেনারকে ফেরান নাঈম আহমেদ সাকিব। তরুণ এই স্পিনারের বলে স্টাম্পিং হয়েছেন তিনি। ৬০ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন আফিফ ও সোহান। তাদের দুজনের ব্যাটেই এগোতে থাকে বাংলাদেশ ‘এ’ দল।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন সোহান। চট্টগ্রামে নিজের খেলা শেষ দুই প্রস্তুতি ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ছন্দ ধরে রেখে বাংলাদেশ হাই পারফরম্যান্সের সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। আব্দুল গাফফারের বলে আউট হওয়ার আগে ৩ ছক্কা ও ৫ চারে ৩৬ বলে ৫৮ রান করেছেন সোহান। আরেক ব্যাটার আফিফও গত ম্যাচে রান পেয়েছিলেন।

দলকে জেতাতে না পারলেও ছন্দ ধরে রেখে দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। ডিপ মিড উইকেট দিয়ে দারুণ এক ছক্কা মেরে পঞ্চাশ ছুঁয়েছেন। বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪০ বলে ৫১ রানের ইনিংস খেলে। দুইটি ছক্কার সঙ্গে তিনটি চারও মেরেছেন তিনি। বাংলাদেশ হাই পারফরম্যান্সের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরিফ, আব্দুল গাফফার ও নাঈম।

সংক্ষিপ্ত স্কোর—
বাংলাদেশ ‘এ’ দল— ১৬৮/৪ (২০ ওভার) (নাইম ৪৭, আফিফ ৫১*, সোহান ৫৮; নাঈম ১/১১, শরিফ ১/২৩)
বাংলাদেশ এইচপি— ১৩৩/৯ (২০ ওভার) (মাহফিজুল ৪১, আশিকুর ২১, মামুন ১৯; রাব্বি ৩/২৩, সাইফ ২/১৩, রাকিবুল ২/১৯)

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জনপ্রিয় গায়ক কিং এবার অভিনেতা! Aug 03, 2025
img
বাণী কাপুরের অভিনয় জীবনে নতুন অধ্যায় ‘মণ্ডল মার্ডার্স’! Aug 03, 2025
img
সাহসী ক্যাপশনে রেখাকে শ্রদ্ধা জানালেন প্রিয়াঙ্কা! Aug 03, 2025
img
কিশোর কুমার বায়োপিক ছেড়ে রণবীর এখন রামের ভূমিকায়! Aug 03, 2025
img
ফের একসঙ্গে প্রভাস-শ্রুতি, আসছে ‘সালার ২’ Aug 03, 2025
img
প্রজন্মজুড়ে সংগ্রামের গল্প নিয়ে ফিরছেন সিদ্ধান্ত চতুর্বেদী! Aug 03, 2025
img
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : উপদেষ্টা শারমীন মুরশিদ Aug 03, 2025
img
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: উপদেষ্টা সাখাওয়াত Aug 03, 2025
img
আলিয়া ভাটের ‘জিগরা’ ডুবিয়ে দিল পরিচালক ভাসান বালাকে! Aug 03, 2025
img
লাইভ শো- এর জন্য অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক ২ কোটি টাকা! Aug 03, 2025
নারী রাজনীতিকদের নিয়ে ‘নোংরামির’ অভিযোগ তুলে রাজনীতি ছাড়লেন ফাতেমা খানম Aug 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 03, 2025
img
বেনাপোল চেকপোস্টে চুরির ৪৮ ঘণ্টার মধ্যে চোর গ্রেপ্তার Aug 03, 2025
নিজের নিরাপত্তা চান এনসিপির এই নেত্রী Aug 03, 2025
'মন্ত্রিপাড়া নির্ভর বাগছাস' - শীর্ষ নেতাদের পদত্যাগে উত্তাল ছাত্র রাজনীতি! Aug 03, 2025
img
১২ দিন পর রোববার খুলছে মাইলস্টোন কলেজ Aug 03, 2025
img
নাইম, আফিফ ও সোহানের ব্যাটে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল Aug 03, 2025
img
দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে ডাকসু নির্বাচন: সাদিক কায়েম Aug 03, 2025
img
হাসপাতালে চার দিন আটকে রাখা রোগীর ছাড়পত্র মিলল ৩৫ হাজার টাকায় Aug 03, 2025
img
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Aug 03, 2025