সম্প্রতি সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার কেন্দ্রে রিপনের নেপাল ভ্রমণ। সম্প্রতি রিপন মিয়া নেপালে গিয়ে সেখানের নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন। আর সেসবের ভ্লগ এখন সামাজিক মাধ্যমে।
অনেকেই রিপন মিয়াকে নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
এবার আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে মুখ খুললেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। রিপনের ভ্লগ দেখে এই অভিনেত্রী বললেন, ‘এতো সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি।
রিপন ভাই এতো জেনুইন কীভাবে করে আল্লাহ জানে।’
রিপন মিয়ার সংলাপও মুখস্ত অভিনেত্রীর। তিনি উল্লেখ করলেন, যেমন ‘লাম্পা একটা ঘুম দিয়া লাইছি’, ‘গাড়ির মধ্যে হামাইলাম’, ‘ঘুমতে উডলে একটা রঙ চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না’ এবং ‘এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম।’
রিপনের এই সাবলীলতাই অভিনেত্রীকে আকৃষ্ট করেছে।
তিনি বলেন, ‘এতো সুন্দর ডায়লগ কিভাবে দেয় মানুষ! আর ওনাকে এতো ন্যাচারাল লাগে... তা বলে বুঝানো যাবে না।’
রিপন মিয়ার কনটেন্ট এখন কেবল সাধারণ দর্শক নয়, বিনোদন অঙ্গনের তারকাদের মাঝেও সাড়া ফেলেছে। তার ভিন্নধর্মী উপস্থাপনা ও নিজস্ব ভাষাভঙ্গি দ্রুতই হয়ে উঠছে সবার মন জয় করার অন্যতম উপকরণ- অন্তত তিশার এই বক্তব্যের পর এমনটাই মনে হচ্ছে।
এসএন