যুদ্ধের উত্তাপের মাঝেও প্রেম এসে ধরা দিল হৃতিক-কিয়ারার রোমান্সে। ‘ওয়ার ২’-এর প্রথম রোমান্টিক গান ‘আভান জাভান’ এখন প্রকাশিত—আর গান মুক্তি পেয়েই মুগ্ধতার জোয়ার বইছে অনুরাগীদের মনে।
গানের ভিডিও যেন স্বপ্নের মতো এক ভিজ্যুয়াল জার্নি। হৃতিক রোশনের রোমান্টিক চার্ম আর কিয়ারা আদভানির কোমল রূপ মিলেমিশে গানটিকে করে তুলেছে মুগ্ধকর। সহজ, নিঃশব্দ ভালোবাসার গল্প বলেছে গানটি, চোখে আর মনের ভেতর একসঙ্গে দোলা দিয়ে।
এই গান শুধু প্রেমের সুরই নয়, ‘ওয়ার ২’ নিয়ে উত্তেজনাও আরও বাড়িয়ে দিয়েছে ভক্তদের মাঝে।
উল্লেখ্য, অ্যাকশন-থ্রিলারের রাজপথে আসছে এই হাই-অকটেন স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন ‘ওয়ার ২’। যেখানে হৃতিকের সঙ্গে এবার যুক্ত হয়েছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। ভিন্ন ভাষায় তৈরি এই সিনেমা এবার একেবারে প্যান-ইন্ডিয়া লেভেলের রিলিজ পাবে ১৪ আগস্ট, ২০২৫ তারিখে। হিন্দি, তেলুগু এবং তামিলে একযোগে মুক্তি পাবে ছবিটি।
গান দিয়ে যেমন প্রেমের গল্প শুরু হলো, তেমনই অপেক্ষায় দিন গুনছে অনুরাগীরা—যখন পর্দায় দেখা যাবে হৃতিক-এনটিআরের টানটান অ্যাকশন, আর প্রেমের আবেশে ভেসে যাবেন হৃতিক-কিয়ারা জুটি।
এই এক গানে রোমান্স আর উত্তেজনার যে মিশেল, তা থেকেই স্পষ্ট—‘ওয়ার ২’ হতে চলেছে এক বিশাল বিনোদনের বিস্ফোরণ।
এসএন