যুক্তরাষ্ট্র সফরে টানা দ্বিতীয় জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে রেড ডেভিল।
মেটলাইফে ওয়েস্ট হ্যামের পর এবার সোলজারফিল্ডে ম্যানচেস্টার ইউইটেড ম্যাজিক দেখার আশায় হাজির হন সমর্থকরা। তাদের হতাশ করেনি রেড ডেভিল। সবশেষ মৌসুমটা বাজে কাটলেও, প্রস্তুতি ম্যাচে অপ্রতিরোধ্য আমোরিম ছাত্ররা। নিউজার্সিতে জোড়া গোল করে দলকে জেতানো ব্রুনো ফার্নান্দেজ এদিনও তিন মিনিটেই গোলের দারুণ সুযোগ তৈরি করছিলেন। তবে, চাওয়া আর পাওয়া এক হয়নি।
সে আক্ষেপ আট মিনিটেই ঘোচান রাসমুস হইলুন্দ। ডেনমার্কের স্ট্রাইকারের হেড থেকে করা গোলে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
২৫ মিনিটে শিকাগো সমর্থকদের অর্থ খরচ করে মাঠে আসা সার্থক করেন প্যাট্রিক দোরগু। বোনমাউথ ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২৮ মিনিটে সুযোগ এসেছিলো বোর্নমাউথেরও। তবে, সেমেনিয়োর গোল বাতিল হয় অফসাইডে। ৩৩ মিনিটে মূলবান সুযোগ নষ্ট করেন লুক শ।
বিরতির পরও বোনমাউথকে রীতিমতো শাসন করেছে রেড ডেভিল। ৪৯ মিনিটে গোল পেয়েই গিয়েছিলের ম্যাসন মাউন্ট। তবে, শেষ পর্যন্ত সফল হননি। চার মিনিট পরই সে কষ্ট দূর করে দেন আমাদ দিয়ালো। আইভোরিকোস্ট উইঙ্গারের গোলে ব্যবধান ৩-০ করে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানচেস্টার ইউনাইটেডের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বোর্নমাউথ। ছন্নছাড়া হয়ে পড়ে তাদের রক্ষণভাগ। ৭২ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান এথান উইলিমস। ১৯ বছর বয়সি উইঙ্গার স্মরণীয় করে রাখেন স্বপ্নের ক্লাবে যাত্রা।
শেষটায় আত্মঘাতী গোল করে বসেন ইউনাইটেডের ডিফেন্ডার ডি লিট। নয়তো আক্ষেপ আরও দীর্ঘ হতো বোর্নমাউথের। ৫৬ শতাংশ বল দখলে রেখে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ৪ আগস্ট মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নিজেদের পরের ম্যাচে এভারটনের বিপক্ষে খেলবে আমোরিমের দল।
কেএন/এসএন