অপ্রত্যাশিত এক দুর্ঘটনায় থেমে গেল সংগ্রামী রুম্মানের জীবন

রুম্মান আহমদ। বয়স মাত্র ২৩। চোখে ছিল ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েই বেঁচে থাকার সংগ্রাম করছিলেন। কিন্তু সবকিছু থেমে গেল মাত্র কয়েক সেকেন্ডের দুর্ঘটনায়।

রুম্মান সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার লোসাইন গ্রামের কৃষক আব্দুল কাদিরের বড় ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন পরিবারের ভরসা। ২০২৩ সালে কালাগুল তাওয়াক্কুলিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসায়।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন রুম্মান। কিন্তু সংসারের একটু সচ্ছলতার জন্য নিজের দায়িত্ববোধ থেকেই কাজে নেমে পড়েন। পরিবার চালাতে গিয়ে পেছনে ফেলে দেন নিজের স্বপ্নগুলোকে। চুক্তিভিত্তিক কাজ শুরু করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইনরাজের অধীনে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে সংগ্রামী এই তরুণের জীবন থেমে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনায়। বিমানবন্দরে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন তিনি। হঠাৎ একটি বোর্ডিং ব্রিজের ভারী চাকা বিস্ফোরিত হয়ে এসে সজোরে আঘাত করে তার ও সহকর্মী এনামুল হকের ওপর। গুরুতর আহত অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রুম্মানকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে আসে শোকের ছায়া।

রুম্মানের চাচা আলতাফ হোসেন কাঁদতে কাঁদতে বলেন, ‘ও শুধু নিজের কথা ভাবেনি, সবার কথা ভাবত। আমিও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করি। আমার পরিচিতির সুবাধে এখানে তার নিয়োগ হয়। সংসার চালাতে সে খুব কষ্ট করত। এখন আর কিছুই করার নেই। শুধু অপেক্ষা ওর জানাজা পড়ার।’ 

সাহেবের বাজার এলাকার স্থানীয় সাংবাদিক মতিউর রহমান জানান, রুম্মান খুবই ভদ্র ও শান্ত ছেলে ছিল। কাজে ছিল মনোযোগী, পরিবার-সমাজে ছিল দায়িত্বশীল। এমন মৃত্যু আমাদের কাঁদায়, তীব্র বেদনার সৃষ্টি করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যখন রুম্মানের মরদেহ সিলেট নগরীর মানিক পীর টিলায় গোসল করানোর জন্য আনা হয়, তখন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধবের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। গোসল শেষে কফিনবন্দি করে মরদেহ নিয়ে যাওয়া হয় লোসাইন গ্রামের নিজ বাড়িতে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়। 

মানিকপীরের টিলায় লাশ দেখে কান্নাজড়িত কন্ঠে রুম্মানের ফুফাতো ভাই পুলিশ সদস্য সুয়েব বলেন, গতকালই আমাদের শেষবার কথা হয়েছিল ফোনে। সে বলেছিল ভাই, কাজ থেকে একটু ছুটি পেলে চল ঘুরতে যাই কোথাও। আমি রাজি হয়েছিলাম। দুজন মিলে ভেবেছিলাম সিলেটের কোথাও ঘুরতে যাব। কিন্তু এখন আর যাওয়া হলো না ভাই, আর কিছুই হলো না।

শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা রুম্মানের জানাজা অনুষ্ঠিত হবে লোসাইন গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বেসরকারি লিগ থেকে ‘পাকিস্তান’ নাম সরিয়ে নিচ্ছে পিসিবি Aug 02, 2025
img
এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ হবে রোববার Aug 02, 2025
img
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট Aug 02, 2025
img
ওভালে দুর্দান্ত বোলিং, শচিনের রেকর্ড পেরিয়ে গেলেন মোহাম্মদ সিরাজ Aug 02, 2025
img
ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না : তমা মির্জা Aug 02, 2025
img
৩৪তম জন্মদিনে ভক্তদের জন্য দুই উপহার দিলেন ম্রুনাল ঠাকুর Aug 02, 2025
img
এই আন্দোলনটা আসলে জনগণের আন্দোলন : মাসুদ কামাল Aug 02, 2025
img
নুসরাত ফারিয়ার মেকওভার ভিডিওতে নেটিজেনদের প্রশংসার বন্যা Aug 02, 2025
img
আরও এক টুর্নামেন্টে নিষিদ্ধ মেসির আলোচিত দেহরক্ষী Aug 02, 2025
img
পাত্রীর হাতের চা খেয়ে অচেতন, সর্বস্ব হারালেন পাত্র Aug 02, 2025
img
অপূর্ব-সাদিয়ার জুটি, নজর কাড়ল দর্শকদের Aug 02, 2025
img
রাশিয়া থেকে তেল কেনা বন্ধের খবর নিশ্চিত না হলেও ইতিবাচক বললেন ট্রাম্প Aug 02, 2025
img
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মী কারাগারে Aug 02, 2025
img
কিয়েভে রাতভর হামলা রুশ বাহিনীর, নিহত ৩১ Aug 02, 2025
img
রায়েরবাজার গণকবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 02, 2025
img
৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Aug 02, 2025
img
মুম্বাইয়ে ক্রিকেট মাঠে আসছেন মেসি! প্রতিপক্ষ ধোনি ও বিরাট কোহলি Aug 02, 2025
img
আইএসপিআর: সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সত্যতা Aug 02, 2025
img
আরবাইন উপলক্ষে ইরাকে কড়া নিরাপত্তা ব্যবস্থা Aug 02, 2025
img
যুক্তরাষ্ট্রে শুল্ক কমায় নতুন বাজার সুবিধা পেল বাংলাদেশ, তবে রয়ে গেছে কিছু চ্যালেঞ্জ Aug 02, 2025