ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ‘গোপন বৈঠক’ থেকে গ্রেফতার ২২

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ‘গোপন বৈঠকের’ ঘটনায় দায়ের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও দু’জনকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। সব মিলিয়ে পুলিশ হেফাজতে রয়েছেন ২২ জন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এই মামলার তদন্তে আরও কারা ওই বৈঠকে উপস্থিত ছিল– তা বের করার চেষ্টা করছে।

মামলার তথ্য ও গোয়েন্দা সূত্র বলছে, গত ৮ জুলাই বসুন্ধরা-সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত। বৈঠকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরসহ ৩০০-৪০০ জন অংশ নিয়েছিলেন। সেখানে সরকারবিরোধী পরিকল্পনা হয়। এছাড়া সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, বৈঠকের ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। আরও কারা জড়িত, তা তদন্তে উঠে আসবে।

পুলিশ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারাদেশ থেকে লোকজন এনে ঢাকায় জড়ো করা হবে বলে বৈঠকে পরিকল্পনা হয়। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করবে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টির ছক করা হয়। এমন অরাজক পরিবেশ তৈরি করে তারা শেখ হাসিনার দেশে ফেরত আসা নিশ্চিত করতে চান। গোপন বৈঠকের ঘটনায় গত ১৩ জুলাই ভাটারা থানায় মামলা করেন এসআই জ্যোর্তিময় মণ্ডল। এজাহারে এক নম্বর আসামি হলেন যুবলীগ নেতা সোহেল রানা। দুই নম্বর আসামি আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিন শম্পা। এর আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। একইদিন একই এলাকা থেকে শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। তার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দু’জনকে গ্রেপ্তারের পর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেয়া হয়েছে।

মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে—এমন সংবাদের বিষয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরের ব্রিফিংয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত। তার বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে এ বিষয়ে বলতে পারব।’ 

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন বৈঠকের আরেকটি উদ্দেশে ছিল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করার চেষ্টা। গোপন বৈঠকের মামলায় যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা ‘প্রিয় স্বদেশ’, ‘এফ ৭১ গেরিলা’, ‘বঙ্গবন্ধু প্রজন্ম’, ‘প্রজন্ম ৭১’, ‘শেখ হাসিনা’সহ বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপের সদস্য।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বেসরকারি লিগ থেকে ‘পাকিস্তান’ নাম সরিয়ে নিচ্ছে পিসিবি Aug 02, 2025
img
এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ হবে রোববার Aug 02, 2025
img
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট Aug 02, 2025
img
ওভালে দুর্দান্ত বোলিং, শচিনের রেকর্ড পেরিয়ে গেলেন মোহাম্মদ সিরাজ Aug 02, 2025
img
ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না : তমা মির্জা Aug 02, 2025
img
৩৪তম জন্মদিনে ভক্তদের জন্য দুই উপহার দিলেন ম্রুনাল ঠাকুর Aug 02, 2025
img
এই আন্দোলনটা আসলে জনগণের আন্দোলন : মাসুদ কামাল Aug 02, 2025
img
নুসরাত ফারিয়ার মেকওভার ভিডিওতে নেটিজেনদের প্রশংসার বন্যা Aug 02, 2025
img
আরও এক টুর্নামেন্টে নিষিদ্ধ মেসির আলোচিত দেহরক্ষী Aug 02, 2025
img
পাত্রীর হাতের চা খেয়ে অচেতন, সর্বস্ব হারালেন পাত্র Aug 02, 2025
img
অপূর্ব-সাদিয়ার জুটি, নজর কাড়ল দর্শকদের Aug 02, 2025
img
রাশিয়া থেকে তেল কেনা বন্ধের খবর নিশ্চিত না হলেও ইতিবাচক বললেন ট্রাম্প Aug 02, 2025
img
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মী কারাগারে Aug 02, 2025
img
কিয়েভে রাতভর হামলা রুশ বাহিনীর, নিহত ৩১ Aug 02, 2025
img
রায়েরবাজার গণকবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 02, 2025
img
৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Aug 02, 2025
img
মুম্বাইয়ে ক্রিকেট মাঠে আসছেন মেসি! প্রতিপক্ষ ধোনি ও বিরাট কোহলি Aug 02, 2025
img
আইএসপিআর: সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সত্যতা Aug 02, 2025
img
আরবাইন উপলক্ষে ইরাকে কড়া নিরাপত্তা ব্যবস্থা Aug 02, 2025
img
যুক্তরাষ্ট্রে শুল্ক কমায় নতুন বাজার সুবিধা পেল বাংলাদেশ, তবে রয়ে গেছে কিছু চ্যালেঞ্জ Aug 02, 2025