রাজধানীর আদাবর থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দেশজুড়ে সহিংসতা ও বিশৃঙ্খলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ৩১ জুলাই ভোরে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায় একাধিক গোপন বৈঠকের মাধ্যমে সাইদুল ইসলাম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
জানা গেছে, সাইদুল ইসলাম পলাতক ওয়ার্ড কাউন্সিলর হাসুর ঘনিষ্ঠ এবং একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় গোপনে চলাফেরা করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম বৃহস্পতিবার ভোরে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন বলে জানা গেছে, যা যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে আরও অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে বলে জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সাইদুল ইসলামের বিরুদ্ধে আদাবর থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আজ বিকেলে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইউটি/টিএ