২০ বছর পূর্ণ করল বিদ্যা বালানের অভিষেক সিনেমা ‘পরিণীতা’। প্রভাতী রোমান্টিক এই ক্লাসিক সিনেমাটি আবার ফিরছে বড় পর্দায়। আগামী ২৯ আগস্ট ২০২৫ তারিখে ছবিটি পুনঃমুক্তি পেতে যাচ্ছে। বিদ্যা বালান, সাইফ আলী খান ও সঞ্জয় দত্ত অভিনীত ২০০৫ সালের ছবিটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। মুক্তির সময় ছবিটি বাণিজ্যিক ও সমালোচনামূলক দুই ক্ষেত্রেই সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী ছবিটির আয় হয়েছিল ৩২ কোটি ৬৩ লাখ রুপি।
এই পুনঃমুক্তিকে ঘিরে আয়োজনও বিশেষ। একদিকে বিদ্যা বালানের চলচ্চিত্রে ২০ বছর পূর্তি, অন্যদিকে বিনোদ চোপড়া ফিল্মসের ৫০ বছর পূর্তি—এই দুই মাইলফলক উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিটি ৮কে রিস্টোর ভিজ্যুয়াল ও ৫.১ সারাউন্ড সাউন্ডে প্রদর্শিত হবে।
গত চার বছরে ছবিটির রিস্টোরেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতালির বোলোনিয়ার বিশ্বখ্যাত ‘ল’ইমাজিনে রিত্রোভাতা’ ল্যাবে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯১৪ সালের বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা আবারও বড় পর্দায় ফিরছে। নতুন প্রজন্মের দর্শকদের জন্য এটি হতে চলেছে এক সোনালি সুযোগ, সিনেমার অমলিন প্রেমগাথা নতুনভাবে উপভোগ করার।
ইউটি/টিএ