মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি ৮ আগস্টের মধ্যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি চান। বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
সিনিয়র মার্কিন কূটনীতিক জন কেলি ১৫ সদস্যের কাউন্সিলকে বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই যুদ্ধবিরতি এবং টেকসই শান্তির জন্য আলোচনা করতে হবে। এখনই সময় একটি চুক্তি করার। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ৮ আগস্টের মধ্যে এটি করতে হবে। শান্তি নিশ্চিত করার জন্য অতিরিক্ত পদক্ষেপ বাস্তবায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত।
এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেছেন যে, ইউক্রেনে যুদ্ধ বন্ধে মস্কো যদি কোনো অগ্রগতি না দেখায়, তাহলে আজ থেকে ১০ দিন পর রাশিয়ার উপর শুল্ক এবং অন্যান্য ব্যবস্থা আরোপ করা শুরু করবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে কিয়েভ এবং মস্কো এই বছর ইস্তাম্বুলে তিন দফা আলোচনা করেছে, যেখানে বন্দি এবং মৃতদেহ বিনিময়ের কথা বলা হয়েছে। কিন্তু তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাত নিরসনে কোনো অগ্রগতি হয়নি।
এদিকে, রাশিয়ার ডেপুটি জাতিসংঘ রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি কাউন্সিলকে বলেন, আমরা ইস্তাম্বুলে আলোচনা চালিয়ে যেতে চাই। কিন্তু ইস্তাম্বুলে বৈঠক সত্ত্বেও, পশ্চিমে, আমরা তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি যারা মনে করে যে কূটনীতি কেবল রাশিয়ার সমালোচনা করার এবং তার উপর চাপ প্রয়োগের একটি উপায়।
অন্যদিকে, জাতিসংঘে ইউক্রেনের ডেপুটি রাষ্ট্রদূত ক্রিস্টিনা হায়োভিশিন বলেন, রাশিয়াকে ঐক্য, সংকল্প এবং পদক্ষেপের মাধ্যমে মোকাবেলা করতে হবে।
তিনি কাউন্সিলকে বলেন, ‘আমরা জাতিসংঘের সনদের নীতিমালার ভিত্তিতে একটি ব্যাপক, ন্যায্য এবং স্থায়ী শান্তি চাই। আমরা আবারও বলছি একটি পূর্ণ, তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি অপরিহার্য। এটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন যুদ্ধ বন্ধ করার প্রথম পদক্ষেপ।’
ইউটি/টিএ