ফ্যাশন ডিজাইনার রিমঝিম দাদুর র্যাম্পে দাপটের সঙ্গে হাঁটলেন খুশি কাপুর। সাহসী ও ভবিষ্যতধর্মী এক পোশাকে যেন সকলের নজর কাড়লেন তিনি।
ধাতব রঙের হল্টার টপ, বর্মের মতো গঠন—পুরো নকশাটি তার শরীরে নিখুঁতভাবে মানিয়ে গেছে। সাহসী এই লুক তাকে দিয়েছে একইসঙ্গে আধুনিক ও শিল্পসম্মত এক আবেদন।
পোশাকের গঠন ছিল একেবারেই ভিন্নধর্মী। প্রচলিত নরম ও ঢিলেঢালা কাটিংয়ের বাইরে গিয়ে, এটি র্যাম্পে খুশিকে দিয়েছে শক্তিশালী এক উপস্থিতি।
আত্মবিশ্বাস ও ভঙ্গিমা দিয়ে প্রমাণ করলেন, এই নজরকাড়া অ্যাভান্ট-গার্ড স্টাইল যেন কেবল তার জন্যই তৈরি।