সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, রিয়াদ নামের ছেলেটা যদি চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আয় করতে পারে, তবে বড়গুলোর কী অবস্থা? তারা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে সেটা তো ঠিক নেই। তিনি বলেন, ‘এদের দেখে জুলাইয়ের আন্দোলনকারী তরুণরা প্রতারিত বোধ করছে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আনিস আলমগীর বলেন, ‘যেই তরুণরা জুলাইয়ে রক্ত দিল, যারা শ্রম দিয়ে আন্দোলন করল, তারা এখন প্রতারিত বোধ করছে।
এই ছেলেগুলো এই চাঁদাবাজদের দায়িত্ব কেন নেবে?’
তিনি বলেন, ‘এদের দ্বারা একটার পর একটা মব হয়েছে। আমার কাছে ২০০ লোক আছে, অমুককে ফোন দিয়েছি তোমাকে ধরিয়ে দেব, জুতার মালা খাবে না টাকা দেবে; এভাবে কোটি কোটি টাকা নিয়েছে মানুষের কাছ থেকে। এই চাঁদাবাজদের আপনি ধরতে পারছেন না। প্রশাসন কিছু বলতে গেলে মব নিয়ে আসছে তারা।
তিনি আরো বলেন, ‘এই সংস্কৃতিগুলো পুলিশ কি জানত না? পুলিশ অবশ্যই জানে, তবুও পুলিশ কেন ব্যবস্থা নিতে পারছে না? কারণ, এরা পুলিশের ওপর হামলা করছে। এরা থানায় গিয়ে চেয়ারে পা তুলে পুলিশকে ধমক দিচ্ছে।’
আনিস আলমগীর বলেন, ‘পটিয়া থানার ঘটনা দিয়ে তো প্রমাণিত হয়েছে, ছাত্রলীগ করা একটা ছেলেকে কেন গ্রেপ্তার করছে না সেজন্য তারা থানায় আক্রমণ করেছে। ওসিকে নির্যাতন করছে।
সেই ওসিকে পুরস্কার তো দেয় নাই, তিরস্কার হিসেবে তাকে তুলে এনেছে। আপনি যদি পুলিশকে এই উপহার দিয়ে থাকেন, ড. ইউনূস আপনার প্রশাসন যদি এই উপহার পুলিশকে দিয়ে থাকে, তবে পুলিশ কিভাবে কাজ করবে?’
এসএন