ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল অবশেষে ভাঙলেন নীরবতা। ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা গুঞ্জন, বিশেষ করে ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর আরজে মাহভাশের সঙ্গে তার সম্পর্কের খবরকে সরাসরি নাকচ করলেন তিনি।
রাজ শামানির পডকাস্টে খোলামেলা আলাপচারিতায় চাহাল জানান, ‘না, কিছুই নয়। মানুষ যা খুশি ভাবতে পারে।
আমি এখন কারও সঙ্গে সম্পর্কে নেই।’
আবার প্রেমে পড়া নিয়ে প্রশ্নে চাহালের সোজাসাপ্টা জবাব, ‘আমাকে সময় নিতে হবে নিজেকে গুছিয়ে নিতে। প্রেমে পড়তে ভয় পাই না, কিন্তু হারানোর ভয় আছে, কারণ আমি মন-প্রাণ দিয়ে জড়িয়ে পড়ি।’
চাহাল জানান, মাহভাশের সঙ্গে তার নাম জড়ানো হয়েছিল ভুলভাবে।
চ্যাম্পিয়নস ট্রফির এক ম্যাচে একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন ছড়ালেও আসল ঘটনা ভিন্ন। ‘আমরা পাঁচজন বড়দিনের ডিনারে ছিলাম, কিন্তু ছবিটা এমনভাবে ক্রপ করা হয়েছিল যেন শুধু আমরা দু’জনেই ডিনারে গিয়েছিলাম,’—বলেন তিনি।
এছাড়া এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার সময় একটি ভিডিও নিয়েও কটূক্তি হয়েছিল। চাহালের ভাষায়, ‘আমি শুধু চুল ঠিক করছিলাম, আর মানুষ বাজে কথা বলতে শুরু করল…,খুব কষ্ট পেয়েছিলাম।
তিনি আরো জানান, জীবনের কঠিন সময়ে মাহভাশ তার পাশে ছিলেন। কিন্তু ট্রোলিং এতটাই তীব্র ছিল যে মাহভাশকেও ‘হোমব্রেকার’ আখ্যা দেওয়া হয়েছিল।
অনলাইনে চলা অদ্ভুত গুঞ্জন নিয়েও রসিকতা করে চাহাল বলেন, ‘আমি এক্সে দেখলাম, লেখা—৩১ জুন আমি বিয়ে করছি। মানুষ কমেন্টে সেটাও বিশ্বাস করল!’
ভাইরাল হওয়া ‘Be Your Own Sugar Daddy’ লেখা টি-শার্ট প্রসঙ্গে চাহাল বলেন, ‘আমি কাউকে গালি দিইনি, শুধু একটি মেসেজ দিতে চেয়েছিলাম।’
এসএন