দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ফিরে এসেছেন এক সম্পূর্ণ ভিন্ন রূপে, আর তারই সাক্ষী হয়ে থাকল ‘কিংডম’। বহুদিন পর বিজয়ের এমন অ্যাকশন-অবতার দেখে শ্বাসরুদ্ধ দর্শকরা।
মুক্তির দিনেই চারপাশে হাউসফুল বোর্ড, হলের ভেতরে বাঁধভাঙা উচ্ছ্বাস, সব মিলিয়ে যেন উৎসবের আমেজ। কারণ, ‘কিংডম’ শুধু একটি সিনেমা নয়, এটি এক আবেগঘন অভিজ্ঞতা। থ্রিলার, সামাজিক বার্তা, ইমোশন আর অ্যাকশন ,সব মিলিয়ে এই ছবিকে মুক্তির দিনেই ব্লকবাস্টার তকমা দিয়েছে দর্শকরা।
বিজয়ের দুর্দান্ত প্রত্যাবর্তনে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সহ-অভিনেতারাও। ভারতীয় গণমাধ্যম বলছে, ‘কিংডম’ হতে চলেছে বিজয়ের ক্যারিয়ারের এক মাইলফলক। শুধু মারপিট নয়, জেলের ইমোশনাল দৃশ্যগুলোতে বিজয়ের পারফরম্যান্স মুগ্ধ করেছে সমালোচকদের। এ বিষয়ে সিনে-বিশ্লেষকরা বলছেন, এই ছবি ভেঙে ফেলবে বিজয়ের আগের সব রেকর্ড।
এদিকে ছবিটির টিজার মুক্তির পর থেকেই ছিল উত্তেজনা। আর সেই প্রত্যাশার পারদ ছুঁয়েছে আকাশ। অনিরুদ্ধর সংগীত, গৌতম তিন্নানুরির দিকনির্দেশনা, আর গল্পের পারিবারিক আবেগ, সব মিলিয়ে ‘কিংডম’ এক পারফেক্ট বিনোদনের প্যাকেজ। সিনেমাটিতে বিজয়ের পাশাপাশি আছেন ভাগ্যশ্রী বোর্সে, রুক্মিণী বসন্ত, কেশব দীপকসহ আরও অনেকে।
সবশেষে বলা যায়, ‘কিংডম’ এমন এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা, যা দর্শকদের মন জয় করে নিয়েছে প্রথম দৃশ্য থেকেই। এই সিনেমার মাধ্যমেই যেন শুরু হলো বিজয়ের নতুন রাজত্বের সূচনা।
এমকে/এসএন