ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে দেশের সমুদ্রবন্দর থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি বলছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসএন