দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু। ১৪ আগস্ট মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে এই বহু প্রতীক্ষিত ছবিটির। টলিউডের জনপ্রিয় এই জুটি বহু বছর পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন, যা ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
ছবির প্রচারণা শুরু হবে ৪ আগস্ট ট্রেলার লঞ্চের মাধ্যমে। সেই দিন দেব ও শুভশ্রী একসঙ্গে হাজির হবেন বিশেষ ইভেন্টে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। প্রমাণ মিলেছে ট্রেলার লঞ্চ ইভেন্টের টিকিট বিক্রিতে—মাত্র ১০ মিনিটের মধ্যেই সব টিকিট সোল্ড আউট!
টলিউডে দেব-শুভশ্রীর জুটির জনপ্রিয়তা বরাবরের মতোই উঁচুতে। ধূমকেতুকে আরও বিশেষ করে তুলেছে একটি কারণ—এটি এই জুটির শেষ রোম্যান্টিক ছবি। ফলে ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা ও আবেগ দুই-ই প্রবল।
এফপি/টিএ