বন্ধুকে মারধরের অভিযোগ উঠায় দু’দিন আগে ক্রীড়াঙ্গনের আলোচনায় ছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তার বিরুদ্ধে ছোটবেলার বন্ধুকে মারধরের অভিযোগ হয়েছিল থানায়। যা সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। যদিও টাইগার এই স্পিডস্টার সেই অভিযোগ সেদিনই অস্বীকার করেন। একদিন পরই অবশ্য পারিবারিকভাবে সমাধানের পর অভিযোগ তুলে নেওয়ার কথা জানা গেছে।
তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে।’
এর আগে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানিয়েছিলেন তাসকিন। গতকাল (বৃৃহস্পতিবার) বগুড়াতে তিনি একটি শো-রুম উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে এই ইস্যুতে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। জবাবে তাসকিন বলেন, ‘যে বিষয়টি ঘটেছে, তা আসলে কিছুটা দুঃখজনক। আমি আসলে কখনো এমনটা আশা করিনি, কারণ ওরা আমার ছোটবেলার বন্ধু ছিল।’
নিজের ওপর থেকে দায় সরিয়ে বাংলাদেশের এই তারকা পেসার বলেন, ‘এই ঘটনা থেকে আমার ভক্তরা এবং আগামী প্রজন্ম একটি জিনিস শিখতে পারবে যে, বন্ধুত্ব নির্বাচনে কতটা সতর্ক থাকতে হয়। ছোটবেলার বন্ধু হলেই যে সে আপনার শুভাকাঙ্ক্ষী হবে, এমন কোনো কথা নেই।’
পরে আসন্ন এশিয়া কাপ জাতীয় দল নিয়ে প্রত্যাশা জানিয়ে তাসকিন বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার স্বপ্ন হলো আমরা চ্যাম্পিয়ন হব। অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক অনিশ্চয়তা থাকে। হংকংয়ের সঙ্গেও কঠিন প্রতিযোগিতা হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—সবাই এশিয়ার বেশ ভালো দল। নিশ্চিতভাবে সহজ হবে না, তবে আলহামদুলিল্লাহ শেষ দুটি সিরিজে আমরা জিতেছি। আমরা ভালো ছন্দে আছি। আশা করছি ভালো কিছু হবে।’
এর আগে ক্রিকেটার তাসকিনের জন্য শুভকামনা জানালেও বন্ধু তাসকিনকে নিয়ে ক্ষোভ স্পষ্ট ছিল সৌরভের কণ্ঠে, ‘অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাব অবশ্যই, তাসকিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি। (বন্ধু হিসেবে) আমি এখন (এই ব্যাপার নিয়ে) একটু ট্রমাটাইজড। এখানে আমাকে একটু সময় দিতে হবে।’
এসএন