বাংলাদেশ জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে নিয়মিত সদস্য খালেদ আহমেদ। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করেছেন এই পেসার। সেই টুর্নামেন্টে সাকিব আল হাসানের সাথেও দেখা হয়েছিল খালেদের।
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে নিজের কাজ করার কথা জানিয়েছেন খালেদ। এ ছাড়া সাকিবের দেওয়া পরামর্শ নিয়ে গণমাধ্যমকে খালেদ বলেন, 'খেলার দিন উনার (সাকিব) সাথে মাঠে দেখা হয়েছিল। সবাই কথা বলছিল, আমিও কথা বলেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে ভালো হচ্ছে, এটা কন্টিনিউ করার জন্য।'
পরে পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে কাজ করা নিয়ে খালেদ জানান, 'শন টেইটের সাথে কথা হলে ও বলে খুব সিম্পল থাকার জন্য, দ্বিধাগ্রস্ত না হতে। দ্বিধায় পড়লে অনেক কিছু এলেমেলো হয়ে যায়।'
পরবর্তীতে দেশি কোচদের বার্তা নিয়ে খালেদ বলেন, 'আমাদের লোকাল কোচ নাজমুল ভাই, তালহা ভাইও একই কথা বলেন, প্রত্যেক ওভারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে বলেন। আমি উনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি। জিএসএলের সময়েও উনাদের সাথে কথা বলেছি।'
এসএন