আবারও রূপালি পর্দায় ফিরলেন বলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জন আব্রাহাম। তবে এবার তার ফেরাটা একেবারেই আলাদা। বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত থ্রিলারধর্মী ছবি ‘তেহরান’-এ জনকে দেখা যাবে এক ঝুঁকিপূর্ণ ও চরম উত্তেজনাময় অভিযানের কেন্দ্রে। ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহে জি ফাইভে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘তেহরান’।
ছবিটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও ম্যাডক ফিল্মস। এতে জনের পাশাপাশি আছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুশী ছিল্লার ও পাঞ্জাবি ছবির জনপ্রিয় মুখ নীরু বাজওয়া। অ্যাকশন আর দেশপ্রেমের ছোঁয়ায় নির্মাতারা প্রতিশ্রুতি দিচ্ছেন এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার।
আগামীকাল মুক্তি পাবে ছবির অফিসিয়াল ট্রেলার। ধারণা করা হচ্ছে, ট্রেলারে জন আব্রাহামের চরিত্রের মধ্যকার তীব্র দ্বন্দ্ব, উচ্চ ঝুঁকির মিশন ও আবেগঘন দেশপ্রেমের দৃশ্য মিলিয়ে এক চিত্তাকর্ষক ঝলক দেখা যাবে।
‘তেহরান’-এর গল্পে শুধু রোমাঞ্চ নয়, থাকছে জাতির প্রতি দায়বোধ, ইতিহাস ও বিশ্বাসঘাতকতার সূক্ষ্ম ইঙ্গিত। দেশজুড়ে যখন স্বাধীনতা দিবসের আমেজ, তখন এ ধরনের একটি সিনেমা নিঃসন্দেহে দর্শকদের মনে বাড়তি আবেদন তৈরি করবে।
এই ছবিকে ঘিরে নির্মাতাদের প্রত্যাশা অনেক। তাদের বিশ্বাস, ‘তেহরান’ হয়ে উঠবে জি ফাইভের স্বাধীনতা দিবসের মূল আকর্ষণ। জন আব্রাহামের ঘরানার বাইরে ভিন্নধর্মী এই ভূমিকায় প্রত্যাবর্তনও ইতিমধ্যে আলোচনায় এসেছে।
এমকে/এসএন