গত বছরের বহুল আলোচিত ছবি ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’ এখনো রয়ে গেছে দর্শকের মনে। তবে এবার সেই ভালোবাসার গল্পে নতুন মোড় দেওয়ার ইঙ্গিত দিলেন নির্মাতা করণ জোহর। বহুদিন ধরেই গুঞ্জন চলছিল, ছবিটির প্রেক্ষাপটে থাকা আরেকটি প্রেম ধর্মেন্দ্র ও শাবানা আজমির চরিত্রের নিয়ে তৈরি হতে পারে আলাদা সিনেমা। এবার সেই গুঞ্জনের জবাব দিলেন করণ নিজেই।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ওই চরিত্রগুলোর মধ্যে এক আলাদা ভালোবাসার গল্প রয়েছে। একদিন আমি হয়তো সেটি নিয়েই একটি পূর্ণাঙ্গ ছবি বানাবো।’’ করণের এই এক লাইনের মন্তব্যেই নতুন করে আলোড়ন উঠেছে ভক্তদের মাঝে।
‘রকি ঔর রানি’ ছবির অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ধর্মেন্দ্রর কানওয়াল লুন্ধ ও শাবানা আজমির জামিনী চট্টোপাধ্যায়ের প্রেমকাহিনি। সত্তরের দশকের ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়ে সে সময়কার নিষিদ্ধ প্রেম, চিঠির মর্মস্পর্শী বিনিময় আর সমাজের চোখ রাঙানিকে অগ্রাহ্য করার সাহস দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল।
৩৫৫ কোটি রুপিরও বেশি আয় করে ‘রকি ঔর রানি’ বিশ্বব্যাপী সাফল্য অর্জন করে, পাশাপাশি জিতে নেয় একাধিক ফিল্মফেয়ার পুরস্কার। এমন এক সফল ছবির আবহে পুরনো দিনের প্রেমকে সামনে এনে নতুন সিনেমার ভাবনা নিঃসন্দেহে দারুণ এক উদ্যোগ হতে পারে।
যদিও করণ এখনও প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি, তবু ভক্তরা ইতিমধ্যেই কল্পনায় বুনতে শুরু করেছেন সেই সত্তরের দশকের প্রেমের গল্প। সেই সময়ের রঙিন পোশাক, মৃদু হাসি, চিঠির পাতায় লেখা প্রেম ,সবই যেন আবার ফিরিয়ে আনবে এক হারানো যুগ।
বর্তমানে বলিউডে যেখানে পুরনো গল্পগুলোকে নতুন মোড় দিয়ে উপস্থাপন করার প্রবণতা বেড়েছে, সেখানে করণের এই স্পিন-অফ ভাবনা হতে পারে আরও একটি স্মরণীয় চলচ্চিত্রের সূচনা।
এমকে/এসএন