নতুন নতুন কমিটি করে সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার (২ আগস্ট) দুপুরে আইসিএমএবি মিলনায়তনে আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে। নতুন করে আবিষ্কার করার কিছু নেই। যারা আবিষ্কারের চেষ্টা করছেন তারা কিছু বোঝেন না। ঐকমত্য কমিশনের প্রতিদিন যে সভা চলছে, কতটুকু আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। সব সমাধান সংসদে হতে হবে।’
তিনি আরও বলেন, ‘সংসদের বাইরে গিয়ে গণতান্ত্রিক কোনো পরিবর্তনের সুযোগ নেই। যে বিষয়ে একমত হতে পারব না, সেটি জনগণের কাছে নিয়ে যেতে হবে। একজনের মত তো আরেকজনের ওপর চাপিয়ে দেয়া ঠিক হবে না।’
যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা যাবে তত তাড়াতাড়ি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব বলেও মন্তব্য করেন আমীর খসরু।
পিএ/টিএ