মুক্তির প্রথম দিনে বাজিমাত করলেও দ্বিতীয় দিনে আয়ে ধস নেমেছে তেলুগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার ‘কিংডম’ সিনেমার। প্রথম দিনে ৩৪ কোটি রুপি (বিশ্বব্যাপী গ্রস) আয় করলেও শুক্রবার (১ আগস্ট) সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১৪ কোটি রুপি যা আগের দিনের তুলনায় প্রায় ৫৯ শতাংশ কম।
ভারতীয় বক্স অফিসে সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ছিল প্রায় ৭.৫ কোটি রুপি (নেট)। সেই তুলনায় ওভারসিজ আয়ে কিছুটা ভারসাম্য থাকলেও পতনটা পুরোপুরি ঠেকানো যায়নি।
দুই দিনে সিনেমাটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে আনুমানিক ৪৮ কোটি রুপিতে।
সিনে বিশ্লেষকদের মতে, মুক্তির আগের উত্তেজনা আর প্রচারণা সিনেমাটিকে প্রথম দিন দুর্দান্ত সূচনা এনে দিলেও, গল্প ও নির্মাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কারণেই দ্বিতীয় দিনেই আয় কমে গেছে।
নিজের পরিচয় লুকিয়ে, ছদ্মবেশে মিশনে নেমেছে এক পুলিশ কনস্টেবল, ঢুকে পড়েছে শ্রীলঙ্কার অন্ধকার অপরাধজগতের ভেতরে। কিন্তু একসময় আবিষ্কার করে যার বিরুদ্ধে লড়ছে সে, সে তারই রক্তের ভাই! শুরু হয় পারিবারিক টানাপড়েন আর নৈতিক দ্বন্দ্ব।
ভাইয়ের মুখোমুখি ভাই। একজন আইনের পক্ষে, আরেকজন অপরাধ জগতের শাসক। এমন গল্পেই নির্মিত হয়েছে ‘কিংডম’।
গৌতম তিন্নানুরি পরিচালিত এ সিনেমাতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ভাগ্যশ্রী বরসে, রুক্মিণী বসন্ত, কৌশিক মহাতা, সত্যদেব কানচারানা ও শ্রীরাম রেড্ডি পোলাসানে।
এমকে/টিকে