বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সকলের ঐক্যের কারণে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। তবে ভেতর এবং বাইর থেকে ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। স্বৈরাচাররা বসে নেই, তারা ওত পেতে আছে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কার বাড়ি কি পাওয়া গেছে আর সুটকেসে কি পাওয়া গেছে তা জনগণ দেখেছে।’
জাহিদ হোসেন বলেন, ‘যারা নির্বাচন পেছনোর চেষ্টা করছে তারা কখনো কামিয়াব হতে পারবে না। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশে চলমান অস্থিরতা দূর হবে।’
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, ‘অনির্বাচিত সরকারের আমলে সংবিধান সংশোধন করা পৃথিবীর ইতিহাসে নেই। যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল তারাই এখন সংবিধান সংশোধনের কথা বলছে।’
তিনি বলেন, ‘জনগণ পরিচিত নেতা চায়। নতুন দল গঠন করে নেতা হয়েছে, এমন নেতা চায় না দেশের জনগণ।’
নির্বাচিত সরকার না হলে দেশের অর্থনৈতিক অবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন।
এমআর/টিকে