ব্যক্তিজীবনে একাধিক প্রেমে জড়িয়েছেন মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাস। মাইলি সাইরাস, কেন্ডাল জেনার, সেলেনা গোমেজ- এমনকি হলিউডের অনেক নামজাদা তারকার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন তিনি।
এই গায়কের প্রেমিকার সংখ্যা ছিল নাকি অন্তত আটজন! তবুও শেষ পর্যন্ত মন বাঁধলেন বলিউডের ‘দেসি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার কাছেই। দুজনের মাঝে বয়সের ব্যবধান ১১ বছর হলেও প্রেমে হাবুডুবু নিক। তিন মাসের পরিচয়ের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
একটা সময় বলিউডে প্রেম, গুঞ্জন, বিতর্ক, এমনকি ‘ঘরভাঙানি’ তকমা জুটেছে প্রিয়াঙ্কা চোপড়ার নামের পাশে। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার- একাধিক বিবাহিত অভিনেতার সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখর ছিল গুঞ্জনের বাজার।
ব্যক্তিজীবনে একাধিক সম্পর্ক ভেঙেছে তার, পেশাগত জীবনেও পড়েছে বিরতি। তবে সেসব ছাপিয়ে নিজেকে নতুন করে গড়েছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা নিজেও স্বীকার করেছেন- সম্পর্কে একাধিকবার কষ্ট পেয়ে আত্মসম্মান তলানিতে ঠেকেছিল। এমন পরিস্থিতিতে হিন্দি সিনেমার ভুবন ছেড়ে পাড়ি জমান হলিউডে। আর সেখানেই পরিচয় হয় নিক জোনাসের সঙ্গে।
জানা যায়, টুইটারে প্রিয়াঙ্কাকে সরাসরি মেসেজ করে তার নম্বর চেয়েছিলেন নিক। সেসময় আরেক সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা, তবে সেটির অবসান প্রায় স্পষ্ট ছিল। এরপরই ঘনিষ্ঠতা বাড়ে এই দুই তারকার।
নিক জোনাস জনপ্রিয় পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’-এর সদস্য। ভাই জো ও কেভিনের সঙ্গে গঠিত এই ব্যান্ড আমেরিকায় বেশ জনপ্রিয়। পরে ব্যান্ড ছেড়ে এককভাবে কাজ করলেও ফের ফিরে আসেন ভাইদের সঙ্গে। বর্তমানে আমেরিকাজুড়ে চুটিয়ে পারফর্ম করছেন তিনি।
প্রিয়াঙ্কা একাধিকবার স্বামী নিকের যৌন আবেদন ও আকর্ষণের কথা তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে। জানিয়েছেন, প্রতিনিয়ত নতুন করে তার স্বামীর প্রেমে পড়েন তিনি।
টিকে/