পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলেমান খান-এর পাকিস্তান সফরকে ঘিরে ভিসা সংক্রান্ত ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শুক্রবার ইমরান খানের বোন আলীমা খানম দাবি করেন, তারা পাকিস্তানি ভিসার জন্য আবেদন করেছেন এবং বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।
আলীমা খান তার এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, ‘কয়েক দিন আগে সুলেমান ও কাসিম পাকিস্তানের লন্ডন হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছেন। হাইকমিশনার জানিয়েছেন, ভিসা অনুমোদনের জন্য ইসলামাবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষা করছেন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান
তবে আলীমা খানের এই বক্তব্যকে সরাসরি অসত্য বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ‘ইমরান খানের ছেলেদের ভিসা সংক্রান্ত কোনো আবেদন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় নেই। এমন কোনো ফাইল আমাদের হাতে আসেনি।’
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পারিবারিক ভিসা হোক কিংবা অন্য কোনো ধরণের ভিসা, এগুলোর ইস্যু করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন দ্বারা পরিচালিত হয়।
একজন কর্মকর্তা বলেন, ‘ভিসা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত-এমন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন