বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘যেখানে বিএনপি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে, সেখানে বিএনপিকে টার্গেট করেছে ক্ষমতায় আসতে দেবে না।’
আজ শনিবার (২ আগস্ট ) বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র-জনতা অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় বিজয় র্যালি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
খায়রুল কবির বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এ দেশের দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে বিজয় লাভ করবে বিএনপি। সেখানে আজ বিএনপিকে ঠেকানোর জন্য বিভিন্ন ইস্যু নিয়ে আসতেছে।
তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলতেছে। বিচার এবং সংস্কার দৃশ্যমান হতে হবে এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, এ রকম বিভিন্ন ইস্যু নিয়ে আসতেছে। ঐকমত্যের ৭০০ প্রস্তাবের ৬৫০টি প্রস্তাবে আমরা একমত হয়েছি। পতিত ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত, ভারতে বসে তারা ষড়যন্ত্র করছে।’
এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, হারুন অর রশিদ, গোলাম কবির কামাল ও অঙ্গসংগঠনের নেতারা।
এমআর/টিকে