চোটের কারণে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি গাভি। তবে নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচগুলোতে যেন নতুন প্রাণ নিয়ে ফিরেছেন বার্সেলোনার এ উদীয়মান তারকা। এক ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ডও উঠেছে তার হাতে। স্প্যানিশ এই তরুণ তারকা প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচের আগে নতুন মৌসুমের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে কিছুটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চারবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যেখানে চার ম্যাচেই জয় পেয়েছিল কাতালান ক্লাবটি। ফুটবল ইতিহাসে মাত্র দ্বিতীয়বার রিয়ালের বিপক্ষে এক মৌসুমে চারবার জয়ের দেখা পায় বার্সা। এর আগে ১৯৮২-৮৩ মৌসুমে রিয়ালের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটি জিতেছিল বার্সেলোনা, অন্যটি ছিল ড্র। আগামী মৌসুমেও এমন কিছু দেখতে চান গাভি।
বর্তমানে প্রাক-মৌসুম সফরে দক্ষিণ কোরিয়ায় রয়েছে বার্সেলোনা। সেখানেই একটি হোটেলে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর মুখোমুখি হন গাভি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। মাদ্রিদ প্রসঙ্গে গাভি বলেন, ‘অবশ্যই তারা আমাদের নিয়ে উদ্বিগ্ন থাকবে। এক মৌসুমে চার জয়, যা আগে কখনো হয়নি। এতে বোঝা যায়, তারা চিন্তিত থাকবেই।’
রিয়ালের স্কোয়াডে এই মৌসুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগ হলেও গাভির আত্মবিশ্বাসে চিড় ধরেনি। তিনি বলেন, ‘গত মৌসুমে আমরা দারুণ খেলেছি, আর ওরা কিছুই জেতেনি। এবার তারা দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় এনেছে। দেখা যাক, কেমন করে তারা। তবে আমাদের নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বার্সার সতীর্থ লামিনে ইয়ামাল নিয়ে গাভি বলেন, ‘আশা করি ইয়ামাল এবার ব্যালন ডি’অর জিতবে। আর যদি না-ও জিততে পারে, তবু তার বয়স মাত্র ১৮। এই বয়সে ফেভারিটদের মধ্যে থাকা অসাধারণ ব্যাপার। সে প্রতিদিন উন্নতি করছে। আমি নিশ্চিত, যদি এভাবে এগিয়ে যায়, ভবিষ্যতে সে অনেক ব্যালন ডি’অর জিতবে।’
ইয়ামালকে নিয়ে আত্মবিশ্বাসী গাভি।
ভবিষ্যতে বার্সার অধিনায়ক হতে চান জানিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘আমি সব সময়ই বার্সার অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখি। অধিনায়কের আর্মব্যান্ড পরলে এক ধরনের গর্ব কাজ করে। আমি তরুণ, দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন, যাদের কাছ থেকে শেখার আছে। তবে একদিন ঠিকই এই দলে নেতৃত্ব দিতে চাই।’
প্রায় ১১ মাস চোটের জন্য মাঠের বাইরে ছিলেন গাভি। গত মৌসুমের শেষদিকে ফিরে কয়েকটি ম্যাচে খেলেছেন। তবে বার্সার মাঝমাঠে প্রতিযোগিতার মাঝে শুরুর একাদশে জায়গা পাকা হয়নি তার। নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরুর চেষ্টায় এই তরুণ মিডফিল্ডার।
এমআর/টিকে