বার্সেলোনাকে নিয়ে চিন্তায় থাকবে রিয়াল: গাভি

চোটের কারণে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি গাভি। তবে নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচগুলোতে যেন নতুন প্রাণ নিয়ে ফিরেছেন বার্সেলোনার এ উদীয়মান তারকা। এক ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ডও উঠেছে তার হাতে। স্প্যানিশ এই তরুণ তারকা প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচের আগে নতুন মৌসুমের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে কিছুটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চারবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যেখানে চার ম্যাচেই জয় পেয়েছিল কাতালান ক্লাবটি। ফুটবল ইতিহাসে মাত্র দ্বিতীয়বার রিয়ালের বিপক্ষে এক মৌসুমে চারবার জয়ের দেখা পায় বার্সা। এর আগে ১৯৮২-৮৩ মৌসুমে রিয়ালের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটি জিতেছিল বার্সেলোনা, অন্যটি ছিল ড্র। আগামী মৌসুমেও এমন কিছু দেখতে চান গাভি।

বর্তমানে প্রাক-মৌসুম সফরে দক্ষিণ কোরিয়ায় রয়েছে বার্সেলোনা। সেখানেই একটি হোটেলে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর মুখোমুখি হন গাভি।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। মাদ্রিদ প্রসঙ্গে গাভি বলেন, ‘অবশ্যই তারা আমাদের নিয়ে উদ্বিগ্ন থাকবে। এক মৌসুমে চার জয়, যা আগে কখনো হয়নি। এতে বোঝা যায়, তারা চিন্তিত থাকবেই।’

রিয়ালের স্কোয়াডে এই মৌসুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগ হলেও গাভির আত্মবিশ্বাসে চিড় ধরেনি। তিনি বলেন, ‘গত মৌসুমে আমরা দারুণ খেলেছি, আর ওরা কিছুই জেতেনি। এবার তারা দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় এনেছে। দেখা যাক, কেমন করে তারা। তবে আমাদের নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’



বার্সার সতীর্থ লামিনে ইয়ামাল নিয়ে গাভি বলেন, ‘আশা করি ইয়ামাল এবার ব্যালন ডি’অর জিতবে। আর যদি না-ও জিততে পারে, তবু তার বয়স মাত্র ১৮। এই বয়সে ফেভারিটদের মধ্যে থাকা অসাধারণ ব্যাপার। সে প্রতিদিন উন্নতি করছে। আমি নিশ্চিত, যদি এভাবে এগিয়ে যায়, ভবিষ্যতে সে অনেক ব্যালন ডি’অর জিতবে।’

ইয়ামালকে নিয়ে আত্মবিশ্বাসী গাভি।

ভবিষ্যতে বার্সার অধিনায়ক হতে চান জানিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘আমি সব সময়ই বার্সার অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখি। অধিনায়কের আর্মব্যান্ড পরলে এক ধরনের গর্ব কাজ করে। আমি তরুণ, দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন, যাদের কাছ থেকে শেখার আছে। তবে একদিন ঠিকই এই দলে নেতৃত্ব দিতে চাই।’

প্রায় ১১ মাস চোটের জন্য মাঠের বাইরে ছিলেন গাভি। গত মৌসুমের শেষদিকে ফিরে কয়েকটি ম্যাচে খেলেছেন। তবে বার্সার মাঝমাঠে প্রতিযোগিতার মাঝে শুরুর একাদশে জায়গা পাকা হয়নি তার। নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরুর চেষ্টায় এই তরুণ মিডফিল্ডার।

এমআর/টিকে   

Share this news on:

সর্বশেষ

img
থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতির পর মিয়ানমার সংকটে নজর আনোয়ার ইব্রাহিমের Aug 02, 2025
img
বিদেশি পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুললেন অভিনেত্রীর স্বামী Aug 02, 2025
img
নিবন্ধনের অপেক্ষায় ২ বছর ধরে আটকে ১ হাজার নতুন ওষুধ Aug 02, 2025
img
৪ টেরাবাইট ব্যান্ডউইডথ সরবরাহে মাইলফলক ছুঁলো বিএসসিপিএলসি Aug 02, 2025
img
বাংলাদেশ সিরিজে ব্যর্থতার দায় উইকেটের ওপর চাপালেন পাকিস্তানি ওপেনার Aug 02, 2025
img
জাকারবার্গের ১২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান তরুণ গবেষক ম্যাট ডিটকের Aug 02, 2025
আসিফ মাহমুদকে সরাসরি প্রশ্ন: 'আমাদের ভাইদের জন্য কী করেছেন? Aug 02, 2025
কী বলে পালিয়েছেন ফ্লাইট এক্সপার্ট মালিক? Aug 02, 2025
img
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতে লেডেকির ইতিহাস Aug 02, 2025
img
১৫ বছর ছিল শুধু আগস্ট আগস্ট, এখন শুধু জুলাই জুলাই : মাসুদ কামাল Aug 02, 2025
img
রাজবাড়ীতে বজ্রপাতে দুইজ‌নের মৃত্যু Aug 02, 2025
img
ইমরান খানের ছেলেদের ভিসা ইস্যুতে রাজনৈতিক বিতর্ক Aug 02, 2025
img
সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই: আমীর খসরু Aug 02, 2025
বিশ্ব নবীর মেরাজের বিস্ময়কর কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 02, 2025
সংস্কার, বিচার ও নির্বাচন: কোন পথে বাংলাদেশ?-যা বললেন আসিফ মাহমুদ Aug 02, 2025
বিসিএস-এইচএসসি পরীক্ষা দিনেই জুলাই জাগরণ-ছাত্র সমাবেশের: ডিএমপির সতর্ক বার্তা Aug 02, 2025
সংস্কার, বিচার ও নির্বাচন: কোন পথে বাংলাদেশ?-যা বললেন ভিপি নুর Aug 02, 2025
img
ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন মোদি Aug 02, 2025
img
জয়সওয়ালের সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লিখল ভারত Aug 02, 2025
img
ভয়াবহ অভিযোগ তুলে সব কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা ফাতেমা খান লিজার Aug 02, 2025