দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার ডাবোর ইউনিয়নের কাকোর গ্রামের মালটার মোড় এলাকায় দিনাজপুর জেলা শাখা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়।
এ সময় থানা পুলিশ জানতে পারলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ব্যানার উদ্ধার করা হয়।
আটক দুই যুবক হলেন, দিনাজপুর সদরের কোতোয়ালি থানার ঘাসিপাড়া গ্রামের খুরশীদ আলমের ছেলে মো. আরিফ আলম ও একই সদরের সুইহারী গ্রামের মো. জব্বার আলী ছেলে মো. আসাদ।
শনিবার মামলা দায়েরের পর দিনাজপুর আদালতে ওই দুই যুবককে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আটককৃতসহ ৭ জন নামধারী ও ২০-২২ জন অজ্ঞাতনামা আসামি করে বিশেষ ক্ষমতা আইনে কাহারোল থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ২।
এমআর/টিকে