তিপক্ষ বলে কথা। তাই ইংল্যান্ডকে পেলেই যসস্বী জয়সওয়ালের ব্যাট হাসে। সেই ধারাবাহিকতা ধরে রেখে আজ ক্যারিয়ারের ১৩তম ফিফটি পেয়েছেন বাঁহাতি ওপেনার। তিন অঙ্কের ঘর স্পর্শ করতে প্রয়োজন আর ১৫ রান।
ব্যবধানটুকু ঘুচাতে পারলেই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়ে যাবেন জয়সওয়াল। তা পাবেন কি না সময় হলেই জানা যাবে। তবে অপরাজিত ৮৫ রানের ইনিংসেই একটা কীর্তি গড়েছেন তিনি। তাতে পেছনে পড়েছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কীর্তি।
ভারতীয় ব্যাটার হিসেবে ২৩ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ফিফটি প্লাস ইনিংস খেলার কীর্তি গড়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ১৯ ইনিংসে ৯ম বারের মতো ফিফটি প্লাস ইনিংস খেলেছেন জয়সওয়াল। এর মধ্যে ৬ ফিফটির বিপরীতে ৩ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এই বয়সে শচীনের পঞ্চাশোর্ধ্ব ইনিংস ৮টি।
১৪ ইনিংসে সমান ৪টি করে ফিফটি ও সেঞ্চুরি।
ইংল্যান্ড এতটাই প্রিয় যে তাদের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রান করেছেন জয়সওয়াল। অন্য দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত ৪০০ রান করতে না পারলেও ইংলিশদের বিপক্ষে ইতিমধ্যে হাজার রান ছাড়িয়েছেন তিনি। আবার ক্যারিয়ারের ১৩ ফিফটির ছয়টিই তাদের বিপক্ষে। সঙ্গে ক্যারিয়ারের ৫ সেঞ্চুরির ৩টি ইংলিশদের বিপক্ষে।
এমকে/টিকে