এই মুহূর্তে প্রেম আর পিতৃত্ব— দুই অনুভূতির দোলাচলে রয়েছেন বলিউড তারকা আমির খান। একদিকে প্রেমিকা গৌরী স্প্র্যাটের প্রতি গভীর মোহ, অন্যদিকে নিজের বড় ছেলে জুনেইদ খানকে নিয়ে প্রকাশ্যে খুনসুটি। সব মিলিয়ে আমির খান আবারও চর্চায়।
জীবনে বহু ওঠা-পড়া পেরিয়েছেন আমির। প্রাক্তন দুই স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে এখনো মিলেমিশে চলেন তিনি। উৎসব-পার্বণ কিংবা পারিবারিক আড্ডা— সবখানেই একসঙ্গে দেখা যায় পুরো পরিবারকে। কিন্তু সম্প্রতি বড় ছেলে জুনেইদকে ‘নেপো কিড’ বলে ধমক দিয়ে আলোচনায় এসেছেন মিস্টার পারফেকশনিস্ট।
মূল ঘটনা একটি ভিডিওকে ঘিরে, যা এখন ভাইরাল। সদ্য ইউটিউবে মুক্তি পাওয়া আমিরের নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর প্রচারের অংশ এটি। সেখানে দেখা যায়, আমির বাড়ি ফিরেই দেখেন কেউ একজন ঘরে বসেই মোবাইলে ছবি দেখছেন। বিস্মিত আমির জানতে পারেন, পুরো বিষয়টি ছেলে জুনেইদের পরিকল্পনা।
তাতেই খানিকটা উত্তেজিত হয়ে পড়েন আমির। রাগ দেখিয়ে ঘরে গিয়ে ছেলেকে বকাঝকা শুরু করেন। কথা বলতে বলতে নিজের দুই ব্যর্থ ছবির কথা মনে করিয়ে দেন জুনেইদকে। আর তখনই ক্যামেরার সামনে রসিকতা করে বলে ফেলেন— ‘‘তুই তো নেপো কিড!’’
এই কথোপকথনের মাধ্যমেই আমির খান নিজের নতুন ছবির প্রচার সেরে ফেলেন অনন্য ঢঙে। হাস্যরস, খুনসুটি আর পিতৃস্নেহে মোড়া ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ছবির প্রচার যেমন অভিনব, তেমনি আমিরের ব্যক্তিজীবনও রয়েছে আলোচনার কেন্দ্রে। প্রেমিকা গৌরীর সঙ্গে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে আমিরকে। তিনি নিজেই জানিয়েছেন, মনে মনে বিয়েও সেরে ফেলেছেন। সম্পর্কের স্বচ্ছতা আর পরিবারের সঙ্গে সংহত জীবনযাপন— সবই যেন আমিরকে আরও বাস্তব আর মানুষের কাছের তারকায় পরিণত করেছে।
ছেলে জুনেইদের সঙ্গে এমন মজার কায়দায় প্রচার না করলে, হয়তো অনেকেই বুঝতেই পারতেন না— ‘সিতারে জমিন পর’-এর ইউটিউব রিলিজ হয়ে গেছে। ১০০ টাকায় দেখা যাচ্ছে সেই ছবি, যার হলে চলাকালীন সাড়া ছিল ভালোই।
এইভাবেই নিজের কাজ, পরিবার ও ভালোবাসার মানুষের সঙ্গে ভারসাম্য রেখে আমির খান আবারও প্রমাণ করলেন— তারকাখ্যাতির বাইরেও তিনি একজন চিন্তাশীল নির্মাতা ও দায়িত্বশীল মানুষ।
এসএন