২০২২ সালে অভিষেক বচ্চনের সঙ্গে ‘দসভি’ ছবিতে অভিনয় করেছিলেন নিমরত কৌর। সেই ছবির প্রচারে এক সাক্ষাৎকারে উঠে এসেছিল অভিষেক ও ঐশ্বর্যার ১৫ বছরের বিবাহিত জীবনের প্রসঙ্গ। তখন অভিষেক বলেছিলেন, "২০০৭ থেকে ২০২২— দীর্ঘ ১৫ বছর!" এই কথা শুনে নিমরতের বিস্ময়ভরা প্রতিক্রিয়া ছিল, “১৫ বছর! অসাধারণ!” অথচ সেখান থেকেই শুরু হয় গুঞ্জন।
এরপর বছর ঘুরতেই শোনা যায়, ঐশ্বর্যা বচ্চন নাকি অভিষেকের বাড়ি ছেড়ে চলে গেছেন। দু'জনের বিবাহবিচ্ছেদের গুজব একসময় এতটাই ছড়ায় যে, অনেকে ধরে নিয়েছিলেন— বচ্চন পরিবারে ভাঙন ধরে গেছে। যদিও চলতি বছরের শুরুতেই অভিষেক ও ঐশ্বর্যা সেই গুজবের অবসান ঘটান। একসঙ্গে তাদের দেখা যাওয়ায় বোঝা যায়, সম্পর্কে ভাঙন নয়, বরং এখনও তারা একসঙ্গেই আছেন।
এই সমস্ত জল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নিমরত কৌর। তার নাম জড়ানো হয় অভিষেকের সঙ্গে। নানা সমাজমাধ্যমে চলতে থাকে চর্চা, আক্রমণ আর নানান খোঁচা। অবশেষে এসব নিয়ে মুখ খুললেন এই বলিউড অভিনেত্রী। জানালেন, সমাজমাধ্যমের এই আচরণ দেখে তিনি অবাক নন বরং করুণা বোধ করেন।
৪৩ বছর বয়সী এই অভিনেত্রী এখন একাই থাকতে চান, সেটাই তাঁর সিদ্ধান্ত। কিন্তু ২০ বছর বয়স পার করতেই চারপাশ থেকে তাকে বিয়ে নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে বলে জানান তিনি।
নিমরত বলেন, ‘‘যাঁদের হাতে অঢেল ফাঁকা সময়, তাঁরাই এইসব ভিত্তিহীন গুজব ছড়ান। আমি মুম্বই এসেছি সেই সময়, যখন মোবাইল ফোন বা সমাজমাধ্যমের এই রমরমা ছিল না। আমি জানি, জীবনে কী চাই, আর কীভাবে চলতে চাই। কারও ফাঁকা সময় আমার জীবনে ব্যাঘাত ঘটায় না।’’
সবশেষে অভিনেত্রীর স্পষ্ট জবাব— ‘‘সমালোচনায় কান দেওয়ার মতো সময় আমার নেই। তবে যারা এভাবে কারও ব্যক্তিজীবন নিয়ে বাজে মন্তব্য করে, তাদের পারিবারিক শিক্ষাই প্রশ্নের মুখে।’’
এই বক্তব্যে নিমরত স্পষ্ট করে দিয়েছেন— গুজব ছড়ানো এবং ব্যক্তিগত আক্রমণ করার দিন আর নেই। এখন সময় স্পষ্ট ও আত্মবিশ্বাসী হয়ে নিজের অবস্থান জানানোর।