বলিউডের বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে তার অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং যেন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। কেউ কেউ বলছেন অরিজিতের তুলনা কেবল তিনি নিজেই।
ফলে অরিজিৎ সিংয়ের নামের আগে আলাদা করে কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না। তার কণ্ঠে স্বয়ং সৃষ্টিকর্তা বাস করেন বলেও মনে করেন অনুরাগীরা। তার অনুষ্ঠান প্রত্যক্ষ করা জীবনের এক বড় অভিজ্ঞতার চেয়ে কম নয়।
তাই অরিজিতের লাইভ অনুষ্ঠান মানেই তা নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তার গান সংযোজিত সিনেমা মুক্তি পেলে প্রেক্ষাগৃহেও উপচেপড়ে ভিড়ে। কিন্তু কত পারিশ্রমিক নেন অরিজিৎ একটি অনুষ্ঠান করতে-এ নিয়ে সবার মনে কৌতূল থাকাটাই স্বাভাবিক। সম্প্রতি সুরকার মন্টি শর্মা এক সাক্ষাৎকারে তা জানালেন। তিনি বলেন, ‘একটা সময়ের পর অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে পুরো একটা গান আমরা ২ লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে পুরো অর্কেস্ট্রা, ৪০জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপরে ধীরে ধীরে গান প্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
মন্টি এরপরেই অরিজিতের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ৬ ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য ২ কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে, ২ কোটি রুপি দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ রুপি দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ সত্ত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলোই এখন আয় করছে।’
এফপি /এসএন