দেবালয় ভট্টাচার্যের নতুন ছবিতে বাংলা-হিন্দি তারকাদের ঝলক, জমজমাট হরর-থ্রিলার তৈরি হচ্ছে টলিউডে
বলিউড থেকে টলিউড— দুই দুনিয়াতেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেতা রাজেশ শর্মা। তাঁর সংলাপ নয়, বরং অভিনয়ই দর্শকদের মন জয় করে নেয় বারবার। কিন্তু এবার তাঁকে দেখে চমকে যেতে পারেন অনেকেই। কপালে রক্ততিলক, পরনে পট্টবস্ত্র, কণ্ঠে মন্ত্রোচ্চারণ— হ্যাঁ, এ নতুন রাজেশ, যিনি এবার হয়ে উঠেছেন এক রহস্যময় তান্ত্রিক!
এই আমূল পরিবর্তনের নেপথ্যে রয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তাঁর আসন্ন সিনেমা ‘ভুগুন’-এ এক ভয়ানক তান্ত্রিকের চরিত্রে অভিনয় করছেন রাজেশ। তবে সাধারণ তান্ত্রিক নন, এক রূপান্তরকামী তন্ত্রসাধক, যার উপস্থিতি মনে করিয়ে দেবে ‘সংঘর্ষ’ ছবির আশুতোষ রানাকে। বলিউডে যেভাবে আশুতোষ রানার রক্ত জমাট বাঁধানো অভিনয় মানুষের মনে গেঁথে গিয়েছিল, সেভাবেই বাংলা ছবিতে রাজেশ তুলে ধরবেন এক ত্রাসের প্রতীক।
শুধু রাজেশই নন, এই সিনেমার মাধ্যমে বাংলা ছবির দুনিয়ায় অভিষেক হচ্ছে বলিউড অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করবেন টোটা রায়চৌধুরীও, যিনি দ্বিতীয় পর্বে শুটিংয়ে যোগ দেবেন। এই তালিকায় রয়েছেন পার্নো মিত্র, ঋদ্ধি সেন, সুব্রত দত্ত, লোকনাথ দে ও ডিসিপি অলোক সান্যালের মতো অভিজ্ঞ তারকারা।
ইতিমধ্যেই সিনেমার প্রথম পর্বের শুটিং শুরু হয়ে গেছে। একটি বড় সেট তৈরি করে চলছে দৃশ্যধারণ। যদিও এই ধাপে রাজেশ বা টোটা শুটিংয়ে অংশ নিচ্ছেন না। তাঁদের জন্য রাখা হয়েছে শুটিংয়ের দ্বিতীয় ধাপ।
এই সিনেমার নায়িকাও নতুন চমক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন নবাগত আরিয়া রায়। এখনো পর্যন্ত আরিয়ার ঝুলিতে রয়েছে মাত্র একটি কাজ, যেটি সে ভাবে নজর কাড়তে পারেনি। তবে ‘ভুগুন’-এ তাঁর নতুন আত্মপ্রকাশে নজর থাকবে সবার। জানা গেছে, এই ছবির সহ-প্রযোজনায় থাকছেন বলিউডের প্রথম সারির এক প্রযোজক, যিনি এসভিএফ-এর সঙ্গে হাত মিলিয়ে নির্মাণ করছেন এই ভৌতিক থ্রিলার।
‘ভুগুন’ শুধু একটি ছবি নয়, এক নতুন ঘরানার অভিজ্ঞতা, যেখানে বাংলার পর্দা কাঁপাতে আসছেন এক রূপান্তরকামী তান্ত্রিক, আর তাঁর ছায়ায় থাকবে ভয়, রক্ত, রহস্য আর অন্ধকার।
এসএন