রোমান্টিক ঘরানার ছবি ‘পরম সুন্দরী’ ঘিরে বলিউডে ইতিমধ্যেই জমে উঠেছে উত্তেজনা। সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরকে এক ফ্রেমে পাওয়ার আনন্দে দর্শকের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে ছবিটির প্রথম গান ‘পরদেশিয়া’ দিয়ে সুরের যাত্রা শুরু করেছিল ম্যাডক ফিল্মস। এবার সেই আবেগকে আরেক ধাপ এগিয়ে নিতে আসছে নতুন গান ‘ভিগি শাড়ী’।
আগামী ৮ আগস্ট মুক্তি পাচ্ছে এই রোমান্টিক ট্র্যাক, যেখানে ভালবাসার গভীরতা আর শরীরী ভাষার এক অনন্য মিশ্রণ তুলে ধরা হবে। গানের সুর করেছেন সাচিন-জিগার জুটি, কণ্ঠ দিয়েছেন আধুনিক হিন্দি সংগীতের দুই শক্তিশালী কণ্ঠ আদনান সামি ও শ্রেয়া ঘোষাল। আর কথার জাদু ছড়িয়েছেন অমিতাভ ভট্টাচার্য।
চরিত্রগুলোর আবেগকে পর্দায় উজ্জ্বল করতে এবার সংগীতই যেন হয়ে উঠেছে ‘পরম সুন্দরী’র মূল চালিকাশক্তি। ‘পরদেশিয়া’র সুরে নস্টালজিয়া আর কেরালার নিঃসৃত সৌন্দর্য মিলে দর্শকের হৃদয়ে নাড়া দিয়েছিল। নতুন গান ‘ভেজা শাড়ি’ সেই আবেগে যুক্ত করবে কামনার স্নিগ্ধতা ও না-বলা দীর্ঘশ্বাসের মাদকতা।
‘ভেজা শাড়ি’ নামেই যেখানে লুকিয়ে আছে এক রোমান্টিক উত্তাপ, সেখানে সিদ্ধার্থ ও জাহ্নবীর অনস্ক্রিন উপস্থিতি আরও বাড়াবে আগ্রহ। প্রযোজকরা বলছেন, এ গান শুধু ছবি নয়, দর্শকের অনুভবে ছুঁয়ে যাবে।
‘পরম সুন্দরী’ মুক্তি পাবে আগামী ২৯ আগস্ট। তার আগেই গানের পর গান উপহার দিয়ে যেন দর্শকদের প্রেমে ভাসিয়ে নিচ্ছে ছবিটি। শুধু ভালোবাসার গল্প নয়, এ ছবি হতে চলেছে এক সুরেলা যাত্রার অভিজ্ঞতা।
এমকে/এসএন