চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায় তেহরান: পেজেশকিয়ান

চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনে। এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেছেন। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাওয়ার আগে তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, “পাকিস্তানের মাধ্যমে আমরা চীন-পাকিস্তান সিল্ক রোডে সংযুক্ত হতে পারি, আর এই রোড ইরানের মাধ্যমে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে।”

তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে। এবারের সফরের লক্ষ্য এই সম্পর্ককে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দুই দেশের মধ্যে অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ও সীমান্ত সহযোগিতাসহ নানা ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে আদর্শিক বন্ধনের কথাও তুলে ধরেন তিনি।

আঞ্চলিক চ্যালেঞ্জ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। তিনি ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পার্লামেন্টের অবস্থানের প্রশংসা করেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বাইরের শক্তিগুলো মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। এর বিপরীতে পাকিস্তানের সঙ্গে সংহতি ও ঐক্য গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ইরান।

পরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানে পৌঁছান। লাহোর বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। শিশুরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধান নওয়াজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। তিনজন একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।

ইরানের প্রেসিডেন্টের এই সফর উপলক্ষ্যে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তান ও ইরানের পতাকায় সজ্জিত করা হয়। পেজেশকিয়ানের সফরসঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ একাধিক মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তা রয়েছে।


পাকিস্তানে প্রেসিডেন্ট হিসেবে এটি ড. পেজেশকিয়ানের প্রথম সরকারি সফর। সফরকালে তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সফর পাকিস্তান ও ইরানের ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও দৃঢ় করবে।

এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

img
ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবে না : চট্টগ্রামের পুলিশ সুপার Aug 05, 2025
img
কাজলের অর্ধশতক, বলিউড পেল এক স্বতঃস্ফূর্ত কিংবদন্তি Aug 05, 2025
img
স্বৈরাচার উৎখাতে যে ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই : চরমোনাই পীর Aug 05, 2025
img
দীর্ঘ ৭ মাস ১০ দিন পর দেশে ফিরলেন অপূর্ব Aug 05, 2025
img
বিজয় দেবরাকোন্ডার কিংডম হচ্ছে টলিউডের নতুন সিনেমাটিক ইউনিভার্স Aug 05, 2025
img
তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম Aug 05, 2025
img
৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল Aug 05, 2025
img
১৯৭১ স্বাধীনতা অর্জনের আর ২০২৪ তা রক্ষার যুদ্ধ: তারেক রহমান Aug 05, 2025
img
বাস্তবেও সীতা চরিত্রের মতোই উষ্ণ ও আবেগপ্রবণ ম্রুণাল Aug 05, 2025
img
উত্তরাখণ্ডে হড়কা বান-ভূমিধসে নিখোঁজ অন্তত অর্ধশত Aug 05, 2025
img
গাজা নিয়ে চূড়ান্ত পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছে নেতানিয়াহু Aug 05, 2025
img
বিচার হলেও হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না : আসিফ নজরুল Aug 05, 2025
img
শহীদ ও যোদ্ধাদের প্রতি আমরা চিরঋণী : ফখরুল Aug 05, 2025
img
জিতুর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া Aug 05, 2025
img
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান : মাহবুব উদ্দিন খোকন Aug 05, 2025
img
দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে : রাজ Aug 05, 2025
img
মানিক মিয়া অ্যাভিনিউয়ে হেলিকপ্টার বেলুন বিস্ফোরণে আহত ১০ Aug 05, 2025
img
উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করছে দুবাই Aug 05, 2025
img
মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান Aug 05, 2025
img
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শিবিরের র‍্যালি Aug 05, 2025