২০২২ সালের সুপারহিট রোমান্টিক ছবি সীতা রামাম মুক্তির পর থেকেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ম্রুণাল ঠাকুর। ছবিতে ‘সীতা’ চরিত্রে তার সৌন্দর্য, মাধুর্য ও আবেগঘন অভিনয় যেন দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। সম্প্রতি এক আলাপচারিতায় অভিনেত্রী জানিয়েছেন, পর্দার সীতা আর বাস্তব জীবনের ম্রুণাল আসলে খুব আলাদা নন।
ম্রুণালের ভাষায়, সীতার যে উষ্ণতা, সহমর্মিতা আর আবেগের গভীরতা দর্শক দেখেছেন, সেগুলো তার ব্যক্তিত্বেও রয়েছে। তিনি মনে করেন, চরিত্রটির প্রতি তার নিজের ব্যক্তিগত মিল থাকার কারণেই অভিনয়টা এত প্রাণবন্ত হয়ে উঠেছিল।
দর্শকদের জন্য এই বক্তব্য যেন নতুন আনন্দের খোরাক। কারণ সীতা রামাম-এর মুক্তির তিন বছর পরও ম্রুণালের সীতা চরিত্র নিয়ে আলোচনা থেমে নেই। দুলকার সালমানের বিপরীতে তার রসায়ন এবং অভিনয়ের সূক্ষ্মতা এখনো ভক্তদের মনে গেঁথে আছে।
বর্তমান প্রজন্মের অন্যতম বহুমুখী ও সহজাত অভিনেত্রী হিসেবে ম্রুণাল ঠাকুরকে কেবল তার অভিনয় নয়, তার ব্যক্তিত্বের কারণে আরও বেশি আপন মনে করছেন দর্শকরা। তার সীতা চরিত্রের মতোই তিনি বাস্তব জীবনেও হয়ে উঠেছেন সবার কাছে আবেগের প্রতীক।
এমকে/টিএ