তামিল সিনেমার সুপারস্টার অজিত কুমার পার করলেন অভিনয় জীবনের এক অনন্য মাইলফলক ৩৩ বছরের পথচলা। দীর্ঘ ক্যারিয়ারের এই সময়কে স্মরণ করে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
অজিত কুমার জানিয়েছেন, তিনি চলচ্চিত্র জগতে এসেছিলেন একেবারেই শূন্য থেকে। কোনো পারিবারিক উত্তরাধিকার বা প্রভাব ছাড়াই শুরু করেছিলেন অভিনয় জীবন। পথে বহুবার ব্যর্থতা এসেছে, থেমে যেতে হয়েছে, কিন্তু প্রতিবারই নতুন উদ্যমে ফিরে দাঁড়িয়েছেন দৃঢ়তা ও অধ্যবসায়ের জোরে।
তিনি নিজের সাফল্যের পেছনে সবচেয়ে বড় প্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ভক্তদের। অজিত বলেন, “আপনাদের ভালোবাসাই আমাকে বারবার টেনে তুলেছে। সন্দেহ বা নীরবতার মুহূর্তে আপনাদের অবিচল বিশ্বাস ছিল আমার সবচেয়ে বড় শক্তি।”
অভিনয়ের পাশাপাশি মোটর রেসিংয়ের প্রতি তার আগ্রহও নতুন করে তুলে ধরেছেন অজিত। সম্প্রতি ‘অজিত কুমার রেসিং’-এর মাধ্যমে আবারও এই দুনিয়ায় ফিরেছেন তিনি। তার ভাষায়, রেসিং এবং অভিনয় দুটোই ঝুঁকি, শৃঙ্খলা ও পরিশ্রমের ক্ষেত্র। বয়স বা বাধা কোনো কিছুই ইচ্ছাশক্তির সামনে টিকতে পারে না।
৩৩ বছরের এই যাত্রা অজিতের কাছে শুধু ক্যারিয়ারের অর্জন নয়, বরং ভক্তদের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক। তিন দশকের এই পথচলা প্রমাণ করে— সংকল্প আর ভক্তদের ভালোবাসা থাকলে, সবকিছু জয় করা সম্ভব।
এমকে/টিএ